চীন ও জাপানের ২৭টি বিখ্যাত বিশ্ববিদ্যালয় ৯ ডিসেম্বর শাংহাইয় অনুষ্ঠিত "চীন ও জাপান বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ফোরামের প্রথম জ্ঞান-বিজ্ঞান সেমিনারে " চীন ও জাপানের ছাত্রছাত্রী এবং বিশেষজ্ঞ ও পন্ডিতদের বিনিময় ও সহযোগিতা জোরদার করার যৌথ প্রস্তাব দিয়েছে।
এই প্রস্তাবের মধ্যে রয়েছে, ছাত্রছাত্রীদের ব্যাপক বিনিময়ে সাহায্য করা, দু'দেশের তরুণ-তরুণীদের পারস্পরিক সমঝোতা ও মৈত্রী ত্বরান্বিত করা, অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট সমস্যা আলোচনা করা, পূর্ব এশীয় আন্তর্জাতিক সম্পর্ক ও দু'দেশের সম্পর্ক প্রসঙ্গে দু'দেশের বিশ্ববিদ্যালয়ের পন্ডিতদের সকল ধরণের সহযোগিতা ও মত বিনিময় এগিয়ে নিয়ে যাওয়া। যাতে দু'দেশের সম্পর্কের স্থিতিশীলতা এবং এশীয় অঞ্চলের অর্থনীতির সমৃদ্ধি ও শান্তি সুরক্ষার জন্যে ইতিবাচক ভূমিকা পালন করা যায়।
চীনের শিক্ষা মন্ত্রণালয়ের উপ-পরিচালক চাং সিনশেং বলেছেন, বর্তমানে চীনে অধ্যয়নরত জাপানী ছাত্রছাত্রীদের সংখ্যা ২০ হাজারের কম। জাপানে অধ্যয়নরত চীনা ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় ৮০ হাজার। তিনি বলেছেন, চীনের শিক্ষা মন্ত্রণালয় দু'দেশের ছাত্রছাত্রী ও শিক্ষকদের বিনিময় ত্বরান্বিত করার জন্যে ধারাবাহিক নীতি প্রণয়ন করবে এবং দু'দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক আদান-প্রদানের জন্যে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবে।
|