|
|
(GMT+08:00)
2006-12-10 17:02:43
|
চলতি বছর চীনের জি ডি পি ২০ ট্রিলিয়ন রেন মিন পি ছাড়িয়ে যাবে(ছবি)
cri
চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মহা পরিচালক মা খাই ৯ ডিসেম্বর পেইচিংএ বলেছেন, চলতি বছর চীনের জাতীয় অর্থনীতি স্থিতিশীল উন্নয়নের সুষ্ঠু প্রবণতা বজায় রেখেছে। চলতি বছর চীনের জি ডি পি ২০ ট্রিলিয়ন রেন মিন পি ছাড়িয়ে যাবে বলে অনুমাণ করা হচ্ছে। এই পরিমাণ গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ১০ দশমিক ৫ শতাংশ বেশী। ৯ ডিসেম্বর আয়োজিত চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কর্ম সম্মেলনে মা খাই বলেছেন, চলতি বছর অর্থনীতির স্থিতিশীল উন্নয়নের সঙ্গে সঙ্গে চীনের জনসাধারণ অপেক্ষাকৃতভাবে বেশী সুবিধা পেয়েছেন। অনুমান অনুযায়ী, চলতি বছর শহারাঞ্চলে এক কোটি ৫০ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। তা ছাড়া, জনসাধারণের আয়ও বৃদ্ধি পেয়েছে। তিনি সঙ্গে সঙ্গে বলেছেন, বতর্মান পরিস্থিতি থেকে বুঝা যায়, যদিও চীনের অর্থনীতি সামষ্টিক নিয়ন্ত্রণের দিকে বিকশিত হচ্ছে তবু এর ভিত্তি তেমন স্থিতিশীল নয়। তিনি বলেছেন, আগামী বছর সামষ্টিক নিয়ন্ত্রণের অর্থনৈতিক নীতির স্তিতিশীলতা বজায় রাখার জন্যে সংশ্লিষ্ট পদক্ষেপ নেবে।
|
|
|