৯ ডিসেম্বর লেবাননের প্রেসিডেন্ট ইমাইল লাহুদ এক বিবৃতিতে সাবেক প্রধানমন্ত্রী রাফিক হারিরির হত্যা মামলার জন্য আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠা সংক্রান্ত প্রস্তাবে স্বাক্ষর করতে অস্বীকার করেছেন। তিনি আশা করেন একটি বৈধ সরকার এ প্রস্তাব উত্থাপন করবে।
২৫ নভেম্বর লেবানন মন্ত্রীসভার ছয়জন মন্ত্রী পদত্যাগ করার পর বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে প্রস্তাবটি গৃহীত হয়েছে। এরপর ইমাইল লাহুদের কাছে উত্থাপিত হয়েছে। নভেম্বর মাসের প্রথম দিকে লেবাননের বিভিন্ন দলের নেতৃবৃন্দ চারবার আলোচনা করেছেন। কিন্তু জাতীয় ঐকমত্যের সরকার প্রতিষ্ঠার বিষয়ে কোনো মতৈক্য হয় নি।
শিয়া সম্প্রদায়ের সব মন্ত্রীর পদ ত্যাগের পর, ইমাইল লাহুদ ও লেবাননের জাতীয় সংসদের স্পীকার নাবিহ বেরি বহুবার বলেছেন, বর্তমান সরকার শিয়া সম্প্রদায়ের মুসলমানদের স্বার্থের প্রতিনিধিত্ব করতে পারে না এবং অবৈধ। সেজন্য বর্তমান সরকারের যেকোন প্রস্তাব অবৈধ।
|