৯ ডিসেম্বর চীনের গাড়ী শিল্প সমিতি ভবিষ্যদ্বাণী করেছে যে, চলতি বছর চীনে গাড়ীর উত্পাদন ও বিক্রির পরিমাণ ৭০ লাখ ছাড়িয়ে যাবে। এ সমিতির সর্বশেষ পরিসংখ্যাণ অনুযায়ী, চলতি বছরের প্রথম ১১ মাসে চীনে গাড়ীর উত্পাদন পরিমাণ প্রায় ৬৬ লাখের কাছাকাছি এবং বিক্রির পরিমাণ ৬৪ লাখ ৫০ হাজারে দাঁড়িয়েছে। এ পরিমাণ গত বছরের অনুরুপ সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশী।
সাম্প্রতিক বছরগুলোতে চীনের গাড়ী উত্পাদন শিল্প স্থিতিশীল হয়েছে ও উত্পাদনদ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। আস্তে আস্তে এ শিল্প জাতীয় অর্থনীতির মেরুদন্ড উত্পাদন শিল্পে পরিণত হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০১০ সাল নাগাদ চীনের গাড়ী উত্পাদনের পরিমাণ এক কোটি পৌছে বিশ্বের তৃতীয় স্থানে উন্নীত হবে ।
|