চীনে ১৯৮৯ সাল থেকে ইয়াংসি নদীর উজান ও মধ্য অববাহিকা অঞ্চলে ভূমিক্ষয় প্রতিরোধে ব্যবস্থা নেয়া হয়েছে । এ সব ব্যবস্থার কল্যানে ইয়াংসি নদীর অববাহিকা অঞ্চলে ভূমিক্ষয় ১৫ শতাংশ কমেছে। সম্প্রতি দক্ষিণ পশ্চিম চীনের ছেন তু শহরে ভূমিক্ষয় প্রতিরোধ সম্পর্কিত একটি অধিবেশনে আমাদের সংবাদদাতা এই তথ্য পেয়েছেন ।
ইয়াংসি নদীর উজান ও মধ্য অববাহিকা অঞ্চলে ভূমিক্ষয় সবচেয়ে গুরুতর ছিল । ১৯৮৯ সালে ভূমিক্ষয় প্রতিরোধ ব্যবস্থা নেয়ার পর এ অঞ্চলের ছোট বড় পাঁচ হাজার নদীতে ভূমিক্ষয় রোধের ব্যবস্থা নেয়া হয়েছে । ফলে এ অঞ্চলের৮৭ হাজার বর্গকিলোমিটার অঞ্চলের ভূমিক্ষয় সমস্যা নিয়ন্ত্রনে আনা হয়েছে ।
|