|
|
(GMT+08:00)
2006-12-09 19:25:22
|
চীনের ট্রেড ইউনিয়ন সুষম সমাজ গড়ে তোলা ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছে
cri
৯ ডিসেম্বর নিখিল চীন ট্রেড ইউনিয়নের চেয়ারম্যান ওয়াং চাও কো বিভিন্ন স্তরের ট্রেড ইউনিয়নের কাছে শ্রমিক ও কর্মচারীদের অধিকার ও স্বার্থ রক্ষা করে সুষম সমাজ গড়ে তোলায় সক্রিয় ভুমিকা নেয়ার আহ্বান জানিয়েছেন । নিখিল চীন ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির একটি সভায় ওয়াং চাও কোও এই আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেছেন , শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য বিভিন্ন স্তরের ট্রেড ইউনিয়নের উচিত শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বাস্তব সমস্যাগুলোর মীমাংসা করা । শ্রমিকদের কর্মসংস্থান , আয় বন্টন, সমাজ নিশ্চয়তা ও শ্রমের নিরাপত্তা সমস্যা নিষ্পত্তি করতে হবে এবং শহরে কর্মরত গ্রামীন শ্রমিক, বেকার শ্রমিক ও দরিদ্র শ্রমিকের জীবন সমস্যা মীমাংসা করতে হবে । এ ছাড়া তিনি বিভিন্ন স্তরের ট্রেড ইউনিয়নের কাছে সংশ্লিষ্ট তথ্য জানার অধিকার , নিজের মতামত প্রকাশের অধিকার ও তত্ত্বাবধানের অধিকারসহ শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবী জানিয়েছেন ।
|
|
|