পাকিস্তানের সামরিক সূত্র ৯ ডিসেম্বর জানিয়েছে, ৯ ডিসেম্বর পাকিস্তান সফলভাবে এক স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র উতক্ষেপন করেছে।
পাকিস্তানের সরকারী বাতার্সংস্থার একটি খবরে বলা হয়েছে, এবারের পরীক্ষামূলক উতক্ষেপন হচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনীর মহড়ার একটি অংশ। আতফ ৩ নামে এই স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের কার্যকর উতক্ষেপনের দূরত্ব ২৯০ কিলোমিটার। এটা হল গত দু' মাসের মধ্যে পাকিস্তানের সামরিক বাহিনীর উতক্ষেপিততৃতীয় ব্যালেষ্টিক ক্ষেপণাস্ত্র। গত ১৬ ও ২৯ নভেম্বর পাকিস্তানের সামরিক বাহিনী আলাদা আলাদাভাবে সাফল্যজনকভাবে আতফ ৫ মাঝারি পাল্লারএবং আতফ ৪ নতুন ধরনের ব্যালেষ্টিক ক্ষেপণাস্ত্র উতক্ষেপন করেছে।
|