৯ ডিসেম্বর দোহা এশীয় গেমসে ট্র্যাক ও ফিল্ড, ব্যাডমিন্টন, ফেন্সিং(fencing), সাইক্লিং ও রেস্টিং ইত্যাদি পরিকল্পনার ৩৩টি প্রতিযোগিতা হচ্ছে।
৮ ডিসেম্বর পর্যন্ত চীন ৯৫টি স্বর্ণপদক, ৫৩টি রৌপ্যপদক ও ২৬ব্রোজপদক নিয়ে প্রথম হয়। জাপান ৩১টি স্বর্ণপদক, ৩৬টি রৌপ্যপদক ও ৪৪টি ব্রোজপদক নিয়ে দ্বিতীয় ও দক্ষিণ কোরিয়া ২৪টি স্বর্ণপদক, ২৯টি রৌপ্যপদক ও ৫১টি ব্রোজপদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ট্র্যাক ও ফিল্ড, ব্যাডমিন্টন ও সাইক্লিং প্রতিযোগিতায় চীনের স্বর্ণপদক অর্জনের সম্ভাবনা আছে, সেজন্য চীনের মোট স্বর্ণপদকের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাবে।
|