৮ ডিসেম্বর চীনের রাষ্ট্রীয় পরিষদের একটি অধিবেশনে গৃহিত পরবর্তী পাঁচ বছরে পশ্চিম চীনের উন্নয়ন সংক্রান্ত একটি পরিকল্পনায় বলা হয়েছে , আগামী পাঁচ বছরে চীন পশ্চিমাঞ্চলের অর্থনীতির দ্রুত প্রসার হবে , সেখানকার অবকাঠামো নির্মান ও পরিবেশ রক্ষা ক্ষেত্রে নতুন অগ্রগতি সাধিত হবে।
এ পরিকল্পনায় বলা হয়েছে , পরবর্তী পাঁচ বছরে চীনের পশ্চিমাঞ্চলের গ্রামাঞ্চলের অধিবাসীদের উত্পাদন ও জীবনযাত্রার মান অবস্থা আরো উন্নত হবে , দারিদ্রবিমোচনের কাজ আরো জোরদার করা হবে , কৃষক ও পশুপালকদের আয় বাড়ানোর ব্যবস্থা নেয়া হবে , পশ্চিমাঞ্চলের বৈশিষ্ট্যময় শিল্পের দ্রুত প্রসার হবে , বনাঞ্চল ও তৃণ ভূমি তৈরীর কাজ জোরদার করা হবে , পরিবেশ সুরক্ষার ব্যবস্থা নেয়া হবে , গণ পরিসেবার ব্যবস্থা আরো উন্নত হবে , অধিবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বাস্তব সমস্যাগুলোর মীমাংসা করা হবে এবং উন্মুক্ত নীতি কার্যকরী করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো হবে ।
|