কিছু দিন আগে চীনের সমাজ বিজ্ঞান একাডেমী ২০০৭ সালের অর্থনীতি সংক্রান্ত একটি নীলপত্র প্রকাশ করেছে । এই নীলপত্রে অনুমান করা হয়েছে যে নতুন বছরে চীনের শহর ও গ্রামাঞ্চলের অধিবাসীদের আয় বৃদ্ধি হবে ।
এই নীলপত্রের নাম হলো ২০০৭ সালে চীনের অর্থনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ ও অনুমান । এতে বলা হয়েছে , এ বছরের প্রথম ছ' মাসে শহরের নাগরিক ও পল্লী অঞ্চলের অধিবাসীদের মাথাপিছু আয় লক্ষনীয়ভাবে বেড়েছে । সরকারের সামষ্টিক নিয়ন্ত্রনের কল্যানে চীনের অর্থনীতর স্থিতিশীল ও দ্রুত বৃদ্ধি হয়েছে । চলতি বছর ও আগামী বছর শহরের নাগরিকদের আয় ১০ শতাংশ বৃদ্ধি হবে । এই বৃদ্ধির হার গত দু বছরের বৃদ্ধিহারকে ছাড়িয়ে পাবে । গ্রামাঞ্চলের অধিবাসীদের আয় ৬ শতাংশ বৃদ্ধি পাবে । এই বৃদ্ধিহার গত দু বছরের বৃদ্ধিহারের প্রায় সমান ।
এ নীলপত্রে আরো বলা হয়েছে , আগামী বছরে চীনের বেকার শ্রমিকের সংখ্যা কিছুটা কম হবে , তবে কর্মসংস্থানের সমস্যা পুরোপুরি নিষ্পত্তি হবে না ।
|