৮ ডিসেম্বর পশ্চিম চীনের সিছাং উপগ্রহ উত্ক্ষেপণ কেন্দ্র থেকে লংমার্চ তিন নং বাহক- রকেটে করে সাফল্যের সঙ্গে ফুং ইউন দুই ডি নামে আবহাওয়া উপগ্রহকে পূর্বনির্ধারিত কক্ষপথে উত্ক্ষেপণ করা হয়েছে । এই উপগ্রহ চীনের উত্ক্ষেপণ করা অষ্টম আবহাওয়া উপগ্রহ ।
চীনের রাষ্ট্রীয় আবহাওয়া বিভাগের জন্য ফুং ইউন দুই ডি আবহাওয়া উপগ্রহ উত্ক্ষেপণ করা হল । এই উপগ্রহের মাধ্যমে পৃথিবীর ওপর সব সময় আবহাওয়া বিষয়ক তত্ত্বাবধান করা যাবে এবং আবহাওয়া ও সমুদ্র সংক্রান্ত তথ্য সংগ্রহ করা যাবে । তা ছাড়া এই উপগ্রহ ও ফুং ইউন দুই সি আবহাওয়া উপগ্রহের মাধ্যমে পৃথিবীর ওপর পর্যবেক্ষণ ও জরীপ করা যাবে ।
চীনের রাষ্ট্রীয় আবহাওয়া বিভাগের একজন কর্মকর্তা বলেছেন , ২০২০ সালের মধ্যে চীন আরো ২২টি আবহাওয়া উপগ্রহ উত্ক্ষেপণ করবে ।
ফুং ইউন দুই ডি আবহাওয়া উপগ্রহ লংমার্চ তিন বাহক-রকেটের সাহায্যে উত্ক্ষেপণ করা হয়েছে । বর্তমানে এই রকেট বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহারযোগ্য ।
|