গত কয়েক বছরে চীনের সংখ্যালঘু জাতির চিকিত্সা ও ওষুধ কাজকর্ম দ্রুত বিকশিত হয়েছে । ২০০৫ সালের শেষ নাগাদ চীনে তিব্বতী , মঙ্গোলিয় , উইগুর ও চুয়ানসহ ১৫টি সংখ্যালঘু জাতি অধ্যুষিত এলাকাগুলোতে নিজ নিজ জাতির হাসপাতাল গড়ে তোলা হয়েছে । চিকিত্সকদের সংখ্যা ৪ হাজার ৮ শো হয়েছে ।
৮ ডিসেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত চীনের সংখ্যালঘু জাতির চিকিত্সা ও ওষুধ সংক্রান্ত অধিবেশন সূত্রে জানা গেছে , বর্তমানে চীনের মোট ১৯৫টি সংখ্যালঘু জাতির হাসপাতাল আছে । এর মধ্যে ৬৮টি হাসপাতাল তিব্বতী জাতির । সংখ্যালঘু জাতি অধ্যুষিত এলাকাগুলোতে বেশির ভাগ শহর ও গ্রামাঞ্চলের হাসপাতালে সংখ্যালঘু জাতির চিকিত্সা বিভাগ স্থাপন করা হয়েছে । সংখ্যালঘু জাতির চিকিত্সা ও ওষুধ তার অনন্য বৈশিষ্ট্য ও অল্প দামের জন্য তা সংখ্যালঘু জাতির ব্যাপক জনতার কদর পেয়েছে ।
সংখ্যালঘু জাতির চিকিত্সা ও ওষুধ চীনের ঐতিহ্যিক চিকিত্সা ও ওষুধের একটি অংশ । দীর্ঘকাল ধরে বাস্তব অনুশীলনে ফলে তা সৃষ্টি হয়েছে ।
|