সোমালিয়ার অন্তর্বর্তিকালীন সরকারের প্রধানমন্ত্রী আলি মোহামেদ ঘাদি ৭ ডিসেম্বর নাইরোবিতে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত আফ্রিকান ইউনিয়ন আর পূর্ব আফ্রিকার বেসরকারী উন্নয়ন সংস্থাকে একটি রক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দেয়া হয়েছে। সোমালিয়া তাকে স্বাগত জানিয়েছে।
তিনি এদিন একটি সংবাদ সম্মেলনে বলেছেন, জাতিসংঘে এ প্রস্তাব গৃহীত হওয়ায় সোমালিয়ার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আফ্রিকান ইউনিয়ন আর পূর্ব আফ্রিকার বেসরকারী উন্নয়ন সংস্থাকে সুষ্ঠুভাবে রক্ষী বাহিনীর মোতায়েনে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন। রক্ষী বাহিনীর মোতায়েনে কোনো ব্যক্তি বা সংস্থা বাধা দিলে আন্তর্জাতিক সম্প্রদায় এবং সোমালিয়ার অন্তর্বর্তিকালীন সরকার এ ব্যাপারে কার্যকরভাবে ব্যবস্থা নেবে ।
|