উত্তর চীনের স্বায়ত্তশাসিত অন্তঃর্মঙ্গোলিয় অঞ্চলে অবস্থিত ছিফেং শহরের সাইহানবা বায়ু চলিত বিদ্যুত্ কারখানার চতুর্থ পর্যায়ের প্রকল্প এখন সম্পন্ন করা হয়েছে । এ পর্যন্ত সাইহানবা বায়ু চলিত বিদ্যুত্ কারখানার প্রাথমিক উত্পাদন ১.৭ লাখ কিলোওয়াটে বর্তমান চীনের বৃহত্তম বায়ু চলিত বিদ্যুত্ কারখানায় পরিণত হয়েছে ।
এ প্রকল্প চীনের তাথাং কোপারেশন এবং দক্ষিণ কোরিয়ার বিদ্যুত্ কেন্দ্রের মিলিত উদ্যোগে নির্মিত হয়েছে । ৭ মাস ধরে মোট ১৬৪টি বায়ু চলিত বিদ্যুত্ যন্ত্রপাতি স্থাপন এবং পরীক্ষা করা হয়েছে ।
উল্লেখ যে, সাইহানবা বায়ু চলিত বিদ্যুত্ কারখানা অন্তঃর্মঙ্গোলিয়ার দক্ষিণপূর্বাঞ্চলে অবস্থিত, সমুদ্র সমতল থেকে এর গড়পড়তা উচ্চতা ১৮০০ মিটার, বার্ষিক বায়ুর কার্যকরী সময় ৮ হাজারেরও বেশি ঘন্টা।
|