জাতিসংঘস্থ চীনের স্থায়ী উপ প্রতিনিধি লিউ চেন মিন ৭ ডিসেম্বর নিরাপত্তা পরিষদে আফগানিস্তান প্রতিনিধিদলের রিপোর্ট শোনার পর সে দেশের পুনর্গঠন প্রক্রিয়া সম্বন্ধে চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন ।
তিনি বলেছেন , আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আফগানিস্তানের পুলিশ ও সামরিক বাহিনীর সামর্থকে জোরদারের জন্য আরো বেশি সাহায্য দেয়া , যাতে পুলিশ ও সামরিক বাহিনী দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব পালন করতে পারে । আন্তর্জাতিক সম্প্রদায়কে "আফগানিস্তান চুক্তি" ও দেশের উন্নয়ন কৌশল বাস্তবায়নের জন্য আফগানিস্তান সরকারকে সাহায্য দিতে হবে । যাতে অর্থনিতি , শিক্ষা , আইন ও মানবাধিকারসহ বিভিন্নি ক্ষেত্রে আফগানিস্তান বাস্তব অগ্রগিত অর্জন করতে পারে ।
লিউ চেন মিন তাঁর ভাষণে আফগানিস্তান সরকারকে মাদক দ্রব্যের চোরচালান রোধ করার জন্য কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন । তিনি আশা করেন আফগানিস্তান সরকার এ বিষয়ে জাতিসংঘ ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা করবে ।
|