ইউক্রেনের প্রেসিডেন্ট ভিকটোর ইউছেনকো কিয়েভ সফররত রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী সের্গেই ইভানোভের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, ইউক্রেন আশা করে, রাশিয়ার সঙ্গে সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রের সহযোগিতা জোরদার করবে।
ইউছেনকো বলেছেন, ডিসেম্বর মাসের শেষ নাগাদ কিয়েভে অনুষ্ঠিতব্য "ইউছেনকো-পুতিন" ইউক্রেন ও রাশিয়া রাষ্ট্রীয় কংগ্রেসের প্রথম সম্মেলনে দু'পক্ষ ২০০৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত দু'দেশের সহযোগিতা পরিকল্পনা এবং দু'দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করবে।
ইভানোভ বলেছেন, ন্যাটো ভূমধ্য সাগরে অনুষ্ঠিতব্য যৌথ সন্ত্রাসদমন সামরিক মহড়ায় ইউক্রেন যোগ দিলে রাশিয়া তাকে সাহায্য করবে।
|