v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-12-08 15:42:25    
নতুন গ্রামাঞ্চল  চীনের পর্যটন শিল্পের ভবিষ্যত বিকাশের নতুন আলোচ্য বিষয় হবে

cri
    প্রিয় শ্রোতাবন্ধুরা , সামাজিক বিকাশ ও পর্যটন শিল্পের গবেষণায় নিয়োজিত বিশেষজ্ঞরা মনে করেন যে , নতুন গ্রামাঞ্চল চীনের পর্যটন শিল্পের মধ্য ও দীর্ঘকালীন বিকাশের প্রধান আলোচ্য বিষয়ে পরিণত হবে । এটা যেমন চীনের পর্যটনের বিকাশের দীর্ঘকালীন সম্ভাবনা এনে দিয়েছে , তেমনি চীনের পর্যটন শিল্পের বিকাশের নমুনার চ্যালেঞ্জ দিয়েছে । আজকের অনুষ্ঠানে এ সম্পর্কে একটি প্রতিবেদন পরিবেশন করা হবে । পড়ছি আমি শি চিং উ ।

    এ বছরের শুরুতে চীনের জাতীয় পর্যটন ব্যুরো হো পেই প্রদেশের পিং শান জেলার সি পাই পোওতে ২০০৬ সালে চীনের গ্রামাঞ্চল ভ্রমণের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বছরের গ্রামাঞ্চল ভ্রমণ বর্ষের সূচণা করেছে ।

    অনুষ্ঠানে চীনের জাতীয় পর্যটন ব্যুরোর মহাপরিচালক সাও ছি ওই বলেছেন , জাতীয় পর্যটন ব্যুরো জাতীয় পর্যায়ে চীনের পর্যটনের প্রচারের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে ২০০৬ সালে চীনের গ্রামাঞ্চল ভ্রমণ । প্রচারের শ্লোগান হচ্ছে নতুন গ্রামাঞ্চল , নতুন পর্যটন , নতুন অভিজ্ঞতা , নতুন রীতি ।

    সংশ্লিষ্ট মহল মনে করে যে, নতুন সমাজতান্ত্রিক গ্রামাঞ্চল এখন চীনের একাদশ পাঁচশালা পরিকল্পনার সময়পর্বে চীনের সামাজিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ শব্দে পরিণত হয়েছে । চীনের জাতীয় পর্যটন ব্যুরোর নির্ধারিত গ্রামাঞ্চল ভ্রমণ এ সময়পর্বে চীনের পর্যটন শিল্পের বিকাশের প্রধান আলেখ্য হয়ে থাকবে ।

    ক্রেতাদের আচরণের ওপর গবেষণায় নিয়োজিত ডক্টর তিং সুই লিন বলেছেন , চীন এখন শহরের অবসর যাপন ও গ্রামের অবসর যাপনের মধ্যে সংযোগ রাখার পথ খুঁজে বের করছে , যাতে শহরবাসীদের অবসর যাপনের চাহিদা গ্রামাঞ্চলের বাড়তি শ্রম শক্তি ও গ্রামীন সংস্কৃতির সম্পদের ঘাটতির সমস্যা সমাধানে অনুপ্রেরণা যোগাবে ।

    চীনের সমাজ বিজ্ঞান একাডেমীর পর্যটন গবেষণা কেন্দ্রের বিশেষজ্ঞ ওই সিয়াও আন চীনের গ্রামাঞ্চলের ভ্রমণকে তিনটি স্তরে বিভক্ত করেছেন । প্রথম স্তর হচ্ছে কৃষি পর্যটন । এ ধরণের পর্যটনের মধ্যে রয়েছে সারা দেশে ব্যাপক পর্যায়ে চালানো পরিবার-ভিত্তিক ভ্রমণ এবং কিছু কৃষির হাইটেক বিজ্ঞান ও প্রযুক্তি উদ্যান । দ্বিতীয় স্তর হচ্ছে গ্রামাঞ্চলের পর্যটন । এ গ্রামীন পর্যটনের বিকাশ চীনের গ্রামাঞ্চলের অর্থনৈতিক কাঠামোর বিন্যাসে অনুপ্রেরণা যোগাবে । এখন চীনের অধিকাংশ অঞ্চলে এ ধরণের পর্যটন মাত্র শুরু হয়েছে । তৃতীয় স্তর হচ্ছে কৃষকদের পর্যটন । তার অর্থ এ দাঁড়ায় যে , গ্রামবাসীরা শুধু পর্যটন পণ্যের সরবরাহকারী ও উত্পাদনকারী হবেন না , তারা নিজেরাই পর্যটকে পরিণত হবে ।

    ডক্টর তিং সুই লিন বলেন , এখন অনেক শহরবাসী গ্রামাঞ্চলে গিয়ে কৃষকদের বাড়িতে থাকেন , কৃষকের রান্না করা খাবার খান এবং কৃষির কাজ করেন । এ ধরণের ভ্রমণ চীনে এখন এক রকম নতুন রীতিতে পরিণত হচ্ছে । তবে এটি একটি সূচনা মাত্র । চীনের একাদশ পাঁচশালা পরিকল্পনায় নির্ধারিত নতুন সমাজতান্ত্রিক গ্রামাঞ্চল গড়ে তোলার লক্ষ্য হচ্ছে উন্নয়নশীল উত্পাদন , স্বচ্ছ জীবনযাত্রা , সভ্য গ্রামীন রীতিনীতি , পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনাসম্পন্ন সমাজ গঠন করা । এ লক্ষ্য বাস্তবায়নের পর চীনের কৃষকদের আয় অনেক বাড়বে যাতে তারা পৃথিবীর বৃহত্তম পর্যটক গোষ্ঠীতে পরিণত হতে পারে । অপর দিকে চীনের গ্রামাঞ্চলের বসবাসের ব্যবস্থাও অনেক উন্নত করা হবে যাতে চীনের বিস্তীর্ণ গ্রামাঞ্চল চীনের সবচেয়ে বিশাল পর্যটনের আদর্শ স্থানে পরিণত হতে পারে । তিনি বলেছেন , অবশ্য এ লক্ষ্য রাতারাতি বাস্তবায়িত হবে না । তবে আগামী পাঁচ বছরের মধ্যে চীনের গ্রামাঞ্চলের আমূল পরিবর্তন ঘটবে । এটা চীনের গোটা পর্যটন শিল্পের ওপর সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করবে ।

    এ বছর চীনে ৬০ লাখ কৃষক ট্রেড ইউনিয়নে যোগ দেবেন । এবার এ সম্পর্কে আমি কিছু বলছি ।

    চীনের বিভিন্ন শহরে কর্মরত অনেক কৃষক সময়মত বেতন পাচ্ছেন না এবং বেশি সময় কাজ করছে । কৃষকরা কেমন করে আরো ভালোভাবে নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করতে পারবেন ? বিভিন্ন স্তরের ট্রেড ইউনিয়নে যোগ দেয়া অবশ্যই একটি কার্যকরী উপায় । নিখিল চীন সাধারণ ট্রেড ইউনিয়নের সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা সম্প্রতি বলেছেন , ২০০৬ সালে চীনের ৬০ লাখ কৃষি শ্রমিক বিভিন্ন ট্রেড ইউনিয়নে যোগ দেবেন ।

    চীনের এক সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে , বর্তমানে চীনে বিভিন্ন স্তরের ট্রেড ইউনিয়নের মোট ১৫ কোটি সদস্য রয়েছে । নিখিল চীন সাধারণ ট্রেড ইউনিয়নের নতুন পরিকল্পনা অনুসারে প্রাথমিক স্তরের ট্রেড ইউনিয়ন সংগঠন করা হচ্ছে ২০০৬ সালে তার একটি প্রধান কাজ বলে স্থির করা হয়েছে । সারা বছর এক কোটিরও বেশি ট্রেড ইউনিয়ন সদস্য বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে ।

    তার মধ্যে ব্যক্তিগত মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান ও কৃষি শ্রমিকদের মধ্যে ট্রেড ইউনিয়ন সদস্যদের অন্তর্ভূক্ত করার কাজের ওপর জোর দেয়া হয়েছে ।

    চীনের শিল্পায়ণ ও শহরীকরণের প্রক্রিয়া দ্রুততর হওয়ার সংগে সংগে চীনের গ্রামাঞ্চলে অনেক বাড়তি শ্রম শক্তি দেখা দিয়েছে । অনেক শ্রমিক গ্রাম ছেড়ে বিভিন্ন শহরে চাকরী করতে যাচ্ছেন । নিখিল চীন সাধারণ ট্রেড ইউনিয়নের এক হিসাব থেকে জানা গেছে , সারা দেশে কৃষি শ্রমিকদের সংখ্যা ১২ কোটি ছাড়িয়ে গেছে । তাদের অধিকাশই ব্যক্তিগত শিল্পপ্রতিষ্ঠানে কাজ করেন । অথচ বিভিন্ন স্তরের ট্রেড ইউনিয়নে অংশ নেয়া কৃষি শ্রমিকদের হার মাত্র ১৩.৮ শতাংশ ।