v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-12-08 15:04:44    
চীন আন্তর্জাতিক বেতারের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সি আর আই-এ কর্মরত সকল বিদেশী বিশেষজ্ঞগণের পক্ষে বাংলা বিভাগের বিশেষজ্ঞ  আ বা ম ছালাউদ্দিনের দেয়া ভাষণ

cri

    চীন আন্তর্জাতিক বেতারের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সি আর আই-এ কর্মরত সকল বিদেশী বিশেষজ্ঞগণের পক্ষে বাংলা বিভাগের বিশেষজ্ঞ

    এ উপলক্ষে আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত গণ প্রজাতন্ত্রী চীনের প্রথম সারির বলিষ্ঠ নেতা, যার অকৃত্তিম অবদানের ফলে আজকের চীনের তথ্য মাধ্যমের দ্রুত উন্নতি হচ্ছে এবং বিশ্বের মানুষের কাছে সংস্কৃতি ও মানবতার কথা উচ্চারিত হচ্ছে সেই মিডিয়া ব্যক্তিত্ব লিউ ইউন শানকে জানাই আমার হৃদয়ের অকৃত্রিম গভীর শ্রদ্ধা। সেই সঙ্গে শ্রদ্ধা জানাই অনুষ্ঠানে উপস্থিত চীনের রাজনৈতিক সমিতির ভাইস চেয়ারম্যান লুও হাওছাই এবং মাননীয় মন্ত্রী ওয়াং থাই হুয়াকে, যার আন্তরিক অবদানকেও অস্বীকার করা যায় না। আমি আরো শ্রদ্ধা জানাই আজকের অনুষ্ঠানের প্রাণ পুরুষ সি আর আইয়ের প্রেসিডেন্ট জনাব ওয়াং গেন নিয়েনকে যার নিষ্ঠাবান তত্ত্বাবধানে সি আর আই ছড়িয়ে যাচ্ছে দেশ থেকে দেশান্তরে, বিশ্বের প্রতিটি ঘরে ঘরে। আজকের অনুষ্ঠানে উপস্থিত চীনের তথ্য ও বেতার, টিভিসহ বিশ্বের অন্যান্য দেশের সংবাদ মাধ্যম সমূহের সম্মানিত প্রতিনিধিবৃন্দ , সি আর আইয়ের উর্ধতম কর্মকর্তাবৃন্দের পাশাপাশি বাংলা বিভাগসহ আমার সেই সব সহকর্মী বিদেশী বিশেষজ্ঞগণ এবং বেতারের সকল বিভাগের সকল সহকর্মীবৃন্দের প্রতি আন্তরিক শুভেচ্ছা।

    প্রিয় সুধীবৃন্দ,

    আজ রৌদ্র করোজ্জ্বল শীতের এই সুন্দর হীমেল সকাল যেন জীবনের আবাহন। চীন আন্তর্জাতিক বেতারের ৬৫তম শুভ প্রতিষ্ঠা বার্ষিকী।

    প্রিয় সুধীবৃন্দ,

    অনুষ্ঠানের শুরুতেই আমি গর্বের সঙ্গে কৃতজ্ঞতা জানাই চীন আন্তর্জাতিক বেতার কর্তৃপক্ষকে আজকের এই মহান অনুষ্ঠানে আমাকে কিছু কথা বলতে দেয়ার স্বপ্নের মত একটি সুযোগ দেয়ার জন্য।

    চীন একটি মহান দেশ। বিশ্বের সাধারণ মানুষের পাশে নিঃস্বার্থ সহযোগিতার হাত প্রসারিত করে দাঁড়ানো বন্ধু প্রতিম দেশ। আর চীন আন্তর্জাতিক বেতার হচ্ছে সারা বিশ্বে সে দেশের একটি সংযোগ সেতু। ঠিক স্বপ্নের সিঁড়ির মত। চীনের অগ্রযাত্রার সাথী পরিশ্রমী ও সংস্কৃতিবান মানুষ এবং সত্ ও নিষ্ঠাবান নেতৃত্বের আদর্শকে সি আর আই বিগত ৬৫ বছর ধরে নিরলসভাবে ইথারের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে বিশ্বের প্রতিটি মানুষের হৃদয়ের কাছে।

    প্রিয় সুধীবৃন্দ,

    একটি দেশ, তার মানুষ, তার সংস্কৃতি, অর্থনীতি, তার রাজনীতি ও জীবনাচারে কতটা সততা, কতটা নিষ্ঠা ও আন্তরিকতা এবং পারস্পরিক সমঝোতা আর মানবতার প্রতি মমত্ববোধ থাকলে পরে এগিয়ে যেতে পারে উন্নতি আর সাফল্যের শীর্ষ দেশে। এই চীন তার প্রকৃষ্ট উদাহরণ।

    সম্মানিত সুধীমন্ডলী,

    মাত্র কয়েক মাস আগে প্রথম কর্মোপলক্ষে এবার প্রথম আমার চীনে আসা। যদিও এর আগে দু'বার রাষ্ট্রীয় সফরে সাংস্কৃতিক দল নিয়ে কয়েক দিনের জন্য চীনে আসতে হয়েছিল। শুধু এ সময় চীনকে দেখা নয়। তারও আগে, প্রায় ৪০ বছর আগের দিব্য চোখে দেখা চীন। সেই ১৯৬৭ সাল থেকে নিয়মিতভাবে রেডিও পিকিং এর শ্রোতা ছিলাম। খুব ভাল লাগতো। নিপীড়িত মানুষের প্রতি বন্ধুত্বের হাত বাড়ানো চীনের কথা। যেন শোষণের বিরুদ্ধে এক অবতারের মত প্রতিবাদী কন্ঠস্বর। তখন থেকেই বেতারে বাংলা ভাষায় প্রচারের জন্য ৩০০ এরও বেশি চিঠি লিখেছি। এমনকি আমার দেশে সাধারণ মানুষের কোন ধরণের কত রেডিও সেট আছে তাও জরীপ করে পাঠিয়েছিলাম। বাংলা সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আমার একটি কবিতাও ছিল। আজ সত্যিই আমি গর্বিত। বহুদিন পরে হলেও চীন আন্তর্জাতিক বেতারে কাজ করার স্বপ্নময় সুযোগ পাওয়ার জন্য।

    প্রিয় সুধীমন্ডলী

    শুধু আমি নই, সারা বিশ্বের দৃষ্টিতে আজ অনুকরণীয় মূল্যবোধ এবং সুপ্রাচীন সভ্যতা ও ঐতিহ্যের কেন্দ্রভূমি এই চীন। মহাপূণ্যের তীর্থভূমি এশীয়ায় চীন এক অন্যতম দেশ। শিক্ষা ও সংস্কৃতির অগ্রযাত্রায়ও বিশ্বকে প্রথম পথ দেখিয়েছে চীন। যার রয়েছে ৫ হাজার বছরের গর্ব করার মত সভ্যতা। ইসলাম ধর্মের শেষ নবী হযরত মোহাম্মদ (দঃ) আজ থেকে ১৪শ বছর আগে বলেছিলেন "যদি জ্ঞান অর্জন করতে চাও তো চীন দেশে যাও।" এ এক বিরাট উদাহরণ ও প্রশংসা যার তুলনা নেই।

    প্রিয় সুধীবৃন্দ,

    চীনে আসার আগে আমার মনে হয়েছিলো কিভাবে থাকবো? কিভাবে চলবো? ভাষাওতো বুঝি না। এসে দেখলাম চীনের মানুষের ভালবাসা আর বন্ধুত্বের কাছে ভাষা কেন, বিরাট সমস্যাও কোন সমস্যাই নয়। আমি দেখলাম একদিকে আকাশচুম্বী অট্টালিকা আর মানুষের জন্যে যান্ত্রিক যুগের আধুনিক পরিসেবা আর অন্য দিকে সাগর, নদী, পাহাড়, ঘেরা বিস্তির্ণ ফসলের ক্ষেত, সুষমা মন্ডিত নিঃসর্গ শোভার দেশ চীন।

    শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ ও প্রিয় সুধীমন্ডলী,

    চীন এগিয়ে যাচ্ছে দ্রুত। এগিয়ে যাচ্ছে তার চিন্তা ভাবনা, রুচি ও ঐতিহ্যিক শিল্প বোধের চেতনা। এ সময় সুমহান ঐতিহ্য, গভীর মানবিক মূল্যবোধ এবং সমৃদ্ধ সংস্কৃতির বিকাশকে বিশ্বময় অনুকরণীয় সংস্কৃতিতে পরিণত করার লক্ষে চীন আন্তর্জাতিক বেতার ৬৫ বছরের মতই আরো ভালোভাবে বিশ্বায়নের এই যুগে তা ছড়িয়ে দেবে বিশ্বের প্রতিটি মানুষের ঘরে ঘরে। রেডিও পিকিং থেকে শুরু করে সর্বশেষ আধুনিক প্রকৌশল পদ্ধতির মাধ্যমে চীন আন্তর্জাতিক বেতার তার সম্প্রচারের মাধ্যমে বিশ্বের কোটি কোটি শ্রোতা ও ভক্ত অনুরাগীদের আনন্দ ও বিনোদনসহ কৃষি, বিজ্ঞান , অর্থনীতি, সংস্কৃতি ও রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত করে জ্ঞান ও মূল্যবোধ তৈরীতে সহায়তা করবে।

    সম্মানিত সুধীমন্ডলী,

    চীন আন্তর্জাতিক বেতার বিশ্বের দেশে দেশে, মানুষে মানুষে এক সম্প্রীতিময় পথের সুন্দরতম সংযোগ সেতু হিসাবে অবদান রেখে যাবে বর্ষ, শতবর্ষ এবং তারপর কাল থেকে অনাদীকাল ধরে।

    সবশেষে আমার কামনা, চীন আন্তর্জাতিক বেতারের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী শুভ হোক। সবার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।

    (চীনা ভাষা: চু হো চং গুও গুও চি কুয়াং বো তিয়ান থাই ছেং লি লিউ শি উ চৌ নিয়ান। সিয়ে সিয়ে তা চিয়া। তুও সিয়ে তাচিয়া।)

************

    ৩ ডিসেম্বর ২০০৬ সি আর আই'র প্রতিষ্ঠা বার্ষিকী