চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিংকাং ৭ ডিসেম্বর পেইচিংয়ে বলেছেন , চীন আলোচনা ও কূটনৈতিক উপায়ের মাধ্যমে সুষ্ঠুভাবে ইরানের পরমাণু সমস্যার সমাধানের পক্ষপাতী ।
নিয়মিত সংবাদ সম্মেলনে ছিংকাং বলেছেন , জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পরমাণু সমস্যার বিষয়ে যে কর্মসূচী নেয়া হবে , আলোচনা ও কূটনৈতিক উপায়ের মাধ্যমে পরমাণু সমস্যা সমাধানের জন্য অনুকূল । চীন মনে করে যে , কূটনৈতিক প্রচেষ্টার ওপর আরো বেশি সময় ও জোর দেয়া উচিত ।
ব্রিটেন , ফ্রান্স , জার্মানী , চীন , যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকগণ ৫ ডিসেম্বর প্যারিসে ইরানের পরমাণু সমস্যা নিয়ে বৈঠক করেছেন । বৈঠকে মতৈক্য অর্জিত হয় নি । কিন্তু ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রী ৬ ডিসেম্বর বলেছেন , নিরাপত্তা পরিষদ যথাশীঘ্র ইরানের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে ফ্রান্স আশা করে ।
|