চীনের শাংহাইয়ে বিশেষ জীবকোষ নিয়ে গবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে জরীপের পদ্ধতিতে এইডস রোগ নির্ণয়ের জন্য এক ধরনের বিকারক আবিষ্কৃত হয়েছে । ৬ ডিসেম্বর সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরীক্ষায় তা গ্রহণযোগ্য হয়েছে ।
জানা গেছে , সিডি ৪ জীবকোষের মাধ্যমে মানুষের রোগ প্রতিষেধক ব্যবস্থার অনুসন্ধান ও নিয়ন্ত্রণ করা হয় । এইডস রোগের ভাইরাস বহন করার পর সিডি ৪ জীবকোষের সংখ্যা অব্যাহতভাবে হ্রাস পাবে । ফলে রোগের প্রতিষেধক ভূমিকা নষ্ট হয়ে যাওয়ার জন্য মানুষ মারা যায় । সুতরাং সিডি ৪ জীবকোষ এমন এক ধরনের গুরুত্বপূর্ণ নিদর্শন , যার মাধ্যমে এইডস রোগী ও রোগীদের রোগ প্রতিষেধক সামর্থ্যের তত্ত্বাবধান ও পরীক্ষা করা যায় ।
মার্কিন রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র অর্থাত্ সিডিসি'র পরীক্ষার মাধ্যমে এই ধরনের বিকারকের ব্যবহার পদ্ধতি সহজ এবং তার ফলাফল নির্ভরযোগ্য । এই ধরনের বিকারক ঘরের সাধারণ তাপমাত্রায় সংরক্ষণ করা যায় ।
|