চলতি বছরের নভেম্বর পর্যন্ত চীন ও রাশিয়ার মধ্যেকার বৃহত্তম স্থল বন্দর--ম্যানচুরিয়ার মাধ্যমে তেল আমদানীর পরিমাণ বৃদ্ধি পেয়ে ৭৯.০১ লাখ টনে দাঁড়িয়েছে, যা গত বছরের অনুরূপ সময়ের তুলনার চেয়ে ৫২ শতাংশেরও বেশি । ২০০৬ সালে ম্যানচুরিয়ার তেল আমদানীর পরিমাণ ৮০ লাখ টনেরও বেশি হবে ।
জ্বালানী সম্পদের সহযোগিতা হচ্ছে চীন ও রাশিয়ার মধ্যে সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ । উত্তর চীনের অন্তঃর্মঙ্গলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত এবং রাশিয়ার সীমান্ত এলাকার সঙ্গে সংযুক্ত ম্যানচুরিয়া বন্দরের সুবিধামূলক ভৌগলিক অবস্থা এবং চমত্কার রেলপথ পরিবহনের মাধ্যমে রাশিয়া থেকে তেল আমদানী করা চীনের একটি গুরুত্বপূর্ণ বন্দরে পরিণত হয়েছে ।
|