পেইচিং ২০০৮ প্রকল্পের স্থাপত্য পরিচালক কেন্দ্রের প্রকৌশলী জেনারেল ও মুখপাত্র উ চিং জুন ৭ ডিসেম্বর পেইচিংয়ে বলেছেন, পেইচিং ২০০৮ অলিম্পিক গেমেসের স্টেডিয়ামের নির্মাণ কাজ ২০০৭ সালের শেষ নাগাদ সম্পূর্ণভাবে শেষ হবে।
উ চিং জুন বলেছেন, এখন পর্যন্ত পেইচিংয়ে মোট ৪৫টি স্টেডিয়াম ও সংশ্লিষ্ট অবকাঠামোর নির্মাণ কাজ চলছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ২৫টি প্রতিযোগিতার স্টেডিয়াম, ১৫টি প্রশিক্ষণ ব্যায়ামাগার ও ৫টি সংশ্লিষ্ট অবকাঠামো। জাতীয় স্টেডিয়াম ও জাতীয় ইনডোর স্টেডিয়ামের প্রধান কাঠামোর নির্মাণকাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। জাতীয় সাঁতার কেন্দ্রের নির্মাণকাজ এ বছরের মধ্যেই মোটামুটি শেষ হবে। তা ছাড়া, ফাংথাই সফটবল মাঠ ও ছাওইয়াং ক্রিড়া কেন্দ্রের দৌঁড়-ঝাঁপ নিক্ষেপ মাঠ ইতোমধ্যেই চালু হয়েছে।
উ চিং জুন বলেছেন, অলিম্পিক প্রকল্পের জন্য মোট ২৬ হাজার শ্রমিককে কাজে লাগানো হয়েছে। নির্মাণ প্রক্রিয়াকালে নিরাপত্তাজনিত কোন গুরুতর দুর্ঘটনা হয় নি।
|