v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-12-07 16:23:41    
কুইলিন সানচিন ঔষধ কোম্পানি

cri
    কুইলিন সানচিন ঔষধ কোম্পানি হচ্ছে বর্তমানে চীনের কুয়াংসি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের বৃহত্তম ঔষধ শিল্পপ্রতিষ্ঠান। এর পুরনো নাম ছিল কুইলিন চীনা ঔষধ কারখানা । ১৯৬৭ সালের জুন মাসে ১.৯ লাখ ইউয়ান পুঁজি বিনিয়োগ করে এই কোম্পানি প্রতিষ্ঠিত হয় ।১৯৮৫ সালের পর থেকে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি এবং সংস্কারের মাধ্যমে এ কোম্পানির অর্থনৈতিক লক্ষ মাত্রা বছরে গড়ে ৪০ শতাংশ করে বেড়ে চলেছে । এভাবে একটি ছোট চীনা ঔষধ কারখানা এখন সারা চীনের একটি আধুনিক চীনা ঔষধ শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে । ২০০২ সালে এ শিল্পপ্রতিষ্ঠানের উত্পাদন মূল্য ছিল ৫৭.৬ কোটি ইউয়ান । এ কোম্পানির প্রধান প্রধান লক্ষ্যমাত্রা পরপর ৮ বছর ধরে কুয়াংসি অঞ্চলের ঔষধ শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে এবং চীনের ৫০টি শক্তিশালী চীনা ঔষধ শিল্পপ্রতিষ্ঠানের অন্যতম ।

    সানচিন কোম্পানি হচ্ছে একটি হাইটেক শিল্পপ্রতিষ্ঠান। কোম্পানিতে ডক্তর , মাস্টার ও অধ্যাপকসহ বিভিন্ন ক্ষেত্রের পেশাগত প্রযুক্তি কর্মীদের সংখ্যা সকল কর্মী সংখ্যার ৩৫ শতাংশেরও বেশি । বহু বছর ধরে এ কোম্পানি চীনা ঔষধের আধুনিকায়নের জন্য সক্রিয়ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নিজস্বভাবে নতুনত্ব আনয়ন ও গবেষণার সামর্থ্যকে উন্নত করেছে । বিশেষ করে তারা আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে গবেষণার মাধ্যমে নতুন ধরনের গলা ব্যথা কমানোর ট্যাব্লেট তৈরীতে সাফল্য অর্জন করেছে । এর পাশাপাশি তারা এ ঔষধ সংক্রান্ত ধারাবাহিক পণ্যদ্রব্যের ওপর গবেষণা করে বিদেশের বাজারে বিক্রি করেছে এবং এ ঔষধকে কুইলিন শহরের চতুর্থ শ্রেষ্ঠ জিনিস বলা হয় । বর্তমানে কুয়াংসি অঞ্চলের চীনা ঔষধ শিল্পের মধ্যে সানসিন কোম্পানির ঔষধ সর্বপ্রথম চীনের এস.ডি.এ এবং অস্ট্রেলিয়ার টি.জি.এ'র জি.এম.পির যোগ্যতা অর্জন করেছে ।এ কোম্পানি নিজস্বভাবে বিভিন্ন ধরনের ডজন খানেক কয়েক দশক ধরে বৈশিষ্ট্যসম্পন্ন ঔষধ তৈরি করেছে । এর মধ্যে কয়েক ধরনের ঔষধ অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের পরীক্ষায়ও পাস করেছে । সানচিন ট্রেডমার্ক চীনের জাতীয় শিল্প ও বাণিজ্য প্রশাসনিক ব্যুরোর দেয়া "চীনের বিখ্যাত ট্রেডমার্ক" পুরস্কার অর্জন করেছে ।

    চীন ডাব্লিউ.টি.ওতে প্রবেশ করার পর সানচিন ঔষধ কোম্পানি সক্রিয়ভাবে চীনা ঔষধের আধুনিকায়ন ত্বরান্বিত করেছে এবং কুয়াংসি অঞ্চলে চীনা ঔষধ শিল্পের উন্নয়নে গুরুত্ব দেয়ার সুযোগে সক্রিয়ভাবে শিল্পপ্রতিষ্ঠানের প্রযুক্তি কেন্দ্রের গবেষণার মান উন্নত করেছে এবং বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থার সঙ্গে সহযোগিতাকে সম্প্রসারণ করেছে । কোম্পানিটি কুয়াংসি অঞ্চলের প্রচুর চীনা ঔষধ সম্পদ ব্যবহার করে ঐতিহ্যিক চীনা চিকিত্সা তত্ত্বের নির্দেশনায় আধুনিক বিজ্ঞান পদ্ধতিতে উন্নত মানসম্পন্ন ঔষধের ওপর গবেষণা করে চীনা ঔষধের আধুনিকায়নকে ত্বরান্বিত করেছে ।

    চৌ চিয়েমিং হলেন কুইলিন সানচিন ঔষধ কোম্পানির চেয়ারম্যান ও চীনের নবম জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি। তিনি পরপর রাষ্ট্রীয় পরিষদের দেয়া সরকারী বিশেষ ভাতা, পয়লা মে শ্রম পদক ও চীনের শ্রেষ্ঠ শিল্পপতিসহ বিভিন্ন ধরনের সম্মান লাভ করেছেন । এর পাশাপাশি তিনি জাতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঔষধ অভিধান কমিটির সদস্য, চীনের চীনা ঔষধ প্রশাসন ব্যুরোর বিশেষজ্ঞ পরামর্শ কমিটির সদস্য, চীনের শিল্পপতি পরিষদের সদস্যসহ বিভিন্ন দায়িত্ব পালন করছেন ।