চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান থেকে জানা গেছে , এ বছরের প্রথম ১১ মাসে বিদেশ থেকে প্রযুক্তি আমদানি বিষয়ক ৯৫৩৭টি চুক্তি অনুযায়ী মোট ২০.৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে । এই মূল্য গত বছরের অনুরূপ সময়ের তুলনায় তা ৩০ শতাংশ বেশী ।
পরিসংখ্যান অনুযায়ী , এ বছরের প্রথম ১১ মাসে ই ইউ চীনের প্রযুক্তি আমদানির বৃহত্তম উত্স । তার পর জাপান ও যুক্তরাষ্ট্রের স্থান যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান ।
পরিসংখ্যান থেকে আরো দেখা যায় যে , এ বছরের প্রথম ১১ মাসে প্রযুক্তি আমদানির দিক থেকে রেল পরিবহন শিল্প এখনো চীনের বৃহত্তম শিল্প ।
|