চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ছুই থিয়ান খাই ৬ ডিসেম্বর পেইচিংয়ে বলেছেন , চীন , জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দের সপ্তম বৈঠক ডিসেম্বর মানের মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে । তখন কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠক ত্রিপক্ষীয় নেতৃবৃন্দের বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় হয়ে দাঁড়াবে ।
তিনি বলেছেন , তিন দেশের নেতৃবৃন্দের বৈঠকে ত্রিপক্ষীয় নেতৃবৃন্দ অভিন্ন স্বার্থ জড়িত আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন । কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যাও অন্যতম বিষয় হিসেবে আলোচনা করা হবে । চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া ছ'পক্ষীয় বৈঠকের উদ্যোক্তাপক্ষ হিসেবে এই বিষয়ের ওপর মত বিনিময় করা খুবই স্বাভাবিক ।
তিনি বলেছেন , ছ'পক্ষীয় বৈঠক যথাশীঘ্র শুরু হবে বলে চীন আশা করে । চীন এর জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । কিন্তু তা যথাশীঘ্র আবার শুরু হবে কি না , সে ব্যাপারে শুধু চীনের একতরফা প্রচেষ্টার ওপর নির্ভর করা যাবে না । বরং সংশ্লিষ্ট সকল পক্ষের যৌথ প্রচেষ্টা লাগবে ।
|