ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ দৌস্তে ব্লাজি ৬ ডিসেম্বর লুকসেম্বোর্গ বেতারকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় "পারমাণবিক অবিস্তার চুক্তি" মেনে না চলায় ইরানের বিরুদ্ধে " যৌথ ও বেসামরিক" ক্ষেত্রে শাস্তি আরোপ করবে ।
তিনি আরো বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বিষয়ে নিশ্চিতভাবে একটি সিদ্ধান্ত নেবে। বর্তমানে ইরানের বিরুদ্ধে শান্তির বিষয়ে বিভিন্ন পক্ষের মধ্যে মতভেদ রয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, শাস্তি দেয়া নিশ্চিত তবে জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী বেসামরিক ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।
যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানীর পররাষ্ট্রমন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা ৫ ডিসেম্বর ইরানের পারমাণবিক সমস্যার জন্য প্যারিসে এক সম্মেলন আয়োজন করেছেন, তবে এ সম্মেলনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়নি।
|