  ৬ ডিসেম্বর দোহা গেমসে শুটিং, সাঁতার, টেবিল টেনিস ও জীমন্যাস্টিক্সসহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় মোট ৪৫টি স্বর্ণপদক থাকবে ।
এ পর্যন্ত চীনের ক্রীড়া দল নারীদের ফোর, নারী ডাবল স্ক্যালস, পুরুষদের ১০ মিটার মুভিং টার্গেট মিক্স ফাস্ট এবং ৫০ মিটার রাইফেলের থ্রি পজিশনসসহ বিভিন্ন ইভেন্টে ৫টি স্বর্ণপদক লাভ করেছেন । এ পর্যন্ত মোট স্বর্ণপদকের সংখ্যা ৬৫ ।
উজবেকিস্তান ইয়ার্ট ইভেন্টে ২টি স্বর্ণপদক লাভ করেছে এবং দক্ষিণ কোরিয়া তিনজন নারী পোলিং প্রতিযোগিতায় স্বর্ণপদক ও ব্রোঞ্জপদক লাভ করেছে ।  
|