ফিজির সশস্ত্র বাহিনীর প্রধান ভোরেক বাইনিমারামা ৬ ডিসেম্বর রাজধানী সুভায় শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেছেন এবং রাজনৈতিক পটভূমিহীন জোনা বারাভিলালালা সেনিলাগাকালিকে ফিজির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন।
বাইনিমারামা বলেছেন, সেনিলাগাকালি'র অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হওয়া ফিজির সংবিধানের নিয়মের সঙ্গে সংগতিপূর্ণ। বাইনিমারামা একই দিনে আরো ঘোষণা করেছেন, ফিজির দেশব্যাপী জরুরী অবস্থা অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, গত ৫ ডিসেম্বর বাইনিমারামা ঘোষণা করেছেন, সামরিক বাহিনী সরকারের ক্ষমতা গ্রহণসহ সারা দেশের নিয়ন্ত্রণের ভার নিজেদের আয়ত্বে নিয়েছে।
ফিজির সামরিক অভ্যুত্থানের পর আন্তর্জাতিক সম্প্রদায় পৃথক পৃথকভাবে ওর নিন্দা করেছে। জাতিসংঘের মহাসচিব কফি আনান ৫ ডিসেম্বর প্রকাশিত এক বিবৃতিতে ফিজিতে সংঘটিত সামরিক অভ্যুত্থানের প্রতি পরিতাপ প্রকাশ করেছেন।
|