সম্প্রতি চীন "বালি-ঝড় ও আবহাওয়া তত্ত্বাবধানের নিয়মকানুন"সহ আবহাওয়া বিষয়ক জাতীয় মানদন্ড কার্যকর করেছে। যাতে অনাবৃষ্টি, বালি-ঝড়, তুষারসহ আবহাওয়া সম্পর্কিত দুর্যোগের শ্রেণী বিভাগ করা যায়।
চীন হচ্ছে পৃথিবীতে গুরুতর আবহাওয়ার অন্তর্ভূক্ত দুর্গত দেশগুলোর অন্যতম। অনাবৃষ্টি, বালি-ঝড়, জমির মরুকরণ , শহরের অগ্নিকান্ড, চারণভুমিতে তুষার দুর্যোগ ও ঠান্ডা বাতাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগ ঘন ঘন সংঘটিত হয়। বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক ও ভৌগলিক অবস্থা এবং আবহাওয়ার পার্থক্য খুব বেশি থাকায় দীর্ঘকাল ধরে চীনের বিভিন্ন অঞ্চলের আবহাওয়া সংক্রান্ত দুর্যোগ যাচাই করার ব্যবস্থাও আলাদা। ফলে দুর্যোগের শ্রেণী নির্ধারণ এবং দুর্যোগের মাত্রা পরিমাপের মধ্যেও রয়েছে বিরাট তফাত্ ।
জানা গেছে, নতুন নির্ধারিত জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা দুর্যোগে সৃষ্ট ক্ষয়ক্ষতি কমানোর জন্য সহায়ক হবে।
|