v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-12-06 17:13:43    
ভিন দেশির চোখে ১২/০৬

cri

আমার নাম আবুল আলি । আমি ১৯৮৬ সাল থেকে হংকং চায়নাতে ব্যবসা করছি । আমি এখান থেকে বাংলাদেশ ,দুবাই , লন্ডনে পণ্য রপ্তানি করি ।

প্রশ্ন: আপনার বাণিজ্যের প্রধান বিষয় কী ?

উত্তর: চায়নার বিভিন্ন পণ্য যেমন , স্টেশনারি , টি ভি , কাপড় , খেলনা সুতা ইত্যাদি রপ্তানি করে ।

প্রশ্ন: আপনার ব্যবসা প্রতিষ্ঠান কার প্রতিষ্ঠিত হয়েছে ?

উত্তর: ২০০০ সালে এই কোম্পানী প্রতিষ্ঠিত হয়েছে । আমি এই কোম্পানীর মালিক । আমার কোম্পানীতে ৫ জন চাইনিজ কর্মচারী রয়েছে । আমার স্ত্রী চাইনিজ । তিনি তাদেরকে কাজ বুঝিয়ে দেন ।

প্রশ্ন: আপনার স্ত্রীর সঙ্গে কবে পরিচয় হয়েছে ?

উত্তর:আমার অফিসেই স্ত্রীর সঙ্গে পরিচয় হয় । তখন তিনি আমার অফিসে কাজ করতেন । জানাশোনার পর ২০০১ সালে আমাদের বিয়ে হয় । আমাদের একটি কন্যা সন্তান আছে । ২০০৭ সালে সে স্কুলে যাবে ।

প্রশ্ন: তাহলে আপনি কতদিন চীনে থাকবেন ?

উত্তর:লং লাইফ । মৃত্যুর আগে পর্যন্ত আমি চীনে থাতে চাই ।

প্রশ্ন: তাহলে ব্যবসা করার জন্য কি মাঝে মাঝে বাংলাদেশে ফিরে যাবেন ?

উত্তর: আমি দু'তিন মাস পরপর বাংলাদেশে যাই । ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করার জন্য । পেমেন্ট আনার জন্য ।

প্রশ্ন: চীনে থাকা নিয়ে আপনার মন্তব্য কি ?

উত্তর: চীন খুব ভালো দেশ । ব্যবসা করার জন্য চমত্কার । পৃথিবীর মধ্যে অন্যতম । চীনের সঙ্গে যারা ব্যবসা করছে সবাই উন্নত করেছে । যদি সরকার আরও সুযোগ দেয় । তাহলে আরও ব্যবসা চীনে নিয়ে আসা যায় । আমরা ইতোমধ্যে অনেক বিদেশী পূঁজি চীনে নিয়ে এসেছি ।

প্রশ্ন : মাসিক বা সপ্তাহে আপনারা কি রকম ব্যবসা করেন ?

উত্তর: প্রতি মাসে আমরা এখান থেকে ৪০ থেকে ৫০টি কন্টেইনার শিপমেন্ট করছি । বাংলাদেশ , সৌদি আরব , দুবাই ইত্যাদি দেশে । সরকার সুযোগ দিলে আমরা কিছু পণ্য আমদানি করতে চাচ্ছি । যেমন মেডিসিন , লেদার । সরকার সহযোগিতা করলে এগুলো আমদানি করতে চাই ।

প্রশ্ন: কুয়াংচৌতে আপনি কাদের সঙ্গে ব্যবসা করেন ?

উত্তর: আমি কোন লোকাল লোকদের সঙ্গে ব্যবসা করিনা । আমরা মূলত সাপ্লাইয়ারদের কাছ থেকে পণ্য নিয়ে বিভিন্ন দেশে রপ্তানি করি ।

প্রশ্ন: আপনি কী অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশী শিল্পপতিদের জন্য কিছু বলবেন ?

উত্তর: জি , বাংলাদেশী শিল্পপতিদের উদ্দেশ্যে : আপনারা চীনে আসুন , বিনিয়োগ করুন । চীন পৃথিবীর মধ্যে ব্যবসার জন্য সবচেয়ে সুন্দর দেশ । যদি আপনারা চায়নাতে বিনিয়োগ করেন তাহলে আশা করি চায়না সরকার আপনাদের সহযোগিতা করবেন । বাংলাদেশী ব্যবসায়ীরা আসলে আমরা কিছু প্রকল্প দিতে পারি ।