চীনের শুল্ক বিভাগ ৫ ডিসেম্বর বলেছে, চলতি বছরের গত ১১ মাসে চীনের শুল্ক বিভাগের কর আদায় ৫৬০ বিলিয়ন ইউয়ান। গত বছরের একই সময়ের তুলনায় ১৭.৭ শতাংশ বেড়েছে।
চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় প্রবেশ করা থেকে প্রতিশ্রুতি অনুযায়ী,শুল্ক ধাপে ধাপে কমানো হয়েছে, উন্মুক্ত নীতি সম্প্রসারণ করেছে, বৈদেশিক বাণিজ্য উন্নত করেছে এবং রপ্তানি ও আমদানি মূল্য বিশ্বের তৃতীয় স্থানে উন্নীত করেছে। ২০০৬ সালে পুঁজি বিনিয়োগ,পণ্যভোগ এবং রপ্তানি দ্রুতভাবে উন্নত হয়েছে। ফলে আমদানি দ্রততর করা এবং শুল্ক বিভাগের কর আদায় অব্যাহতভাবে উন্নত করা বাস্তবায়িত হতে পারে। ২০০৬ সালে সারা দেশের শুল্ক বিভাগের কর আদায় ৫৬০ বিলিয়ন ইউয়ান ছাড়াবে বলে অনুমান করা হচ্ছে।
|