সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের সুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান পরিবেশন করছি আমি আপনাদের বন্ধু লিলি। আপনাদের সঙ্গে এই রবিবারে আবার মিলিত হয়ে আমি খুব খুশি। আজকের অনুষ্ঠানে আমরা আগের মতো একসঙ্গে সুন্দর গান শুনবো।
বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার লাভ লেটার ক্লাবের সভাপতি এম.এ. আমিন গোলাপ আমাদের চাওয়া পাওয়া অনুষ্ঠানে ভারতের শিল্পী সুমন চট্রোপাধ্যায়ের গাওয়া "প্রথমত আমি তোমাকে চাই"নামে গানটি শুনতে চেয়েছেন। চলুন, বন্ধুরা, একসাথে গানটি শুনি।
বাংলাদেশের গাইবান্ধা জেলার তালুক সবানন্দ গ্রামের টিটু আখান্দ আমাদের অনুষ্ঠানে সুবীর নন্দীর কন্ঠে পৃথিবীতে প্রেম বলে কিছু নেই গানটি শুনতে চেয়েছেন। কিন্তু আমি খুব দুঃখিত, আমার বন্ধু, এই গান সংগ্রহ না থাকার জন্য। তাই আমি সুবীর নন্দীর গাওয়া আরেকটি গান শোনাবো। গানের নাম "JE AKHITE ATHO"।আশা করি, আপনি পছন্দ করবেন।
বাংলাদেশের গোপালগঞ্জ জেলা বেতার বন্ধু শ্রোতা সংঘের সভাপতি মো: জুয়েল আহম্মদ মল্লিক বাংলাদেশের জনপ্রিয় গায়ক পলাশ-এর কন্ঠে একটি গান শুনতে চেয়েছেন। গানের কথা হলো: বিছানায় শুয়ে আছে পঙ্গু বাবা, মা আজ পুরোপুরি অন্ধ। কিন্তু আমাকে দুঃখিত বলতে হচ্ছে। আমাদের কাছে গানটি নেই। তাই "সকালের রোদ"নামে পলাশের গাওয়া আরেকটি গান শোনাবো।
বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ঘোড়াদাইড় গ্রামের লিপন স্মৃতি রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি বি.এম.ফয়সাল আহমেদ আমাদের অনুষ্ঠানে মিতা হকের কন্ঠে যে কোন একটি রবীন্দ্র সঙ্গীত শুনতে চেয়েছেন। কিন্তু আমি মিতা হকের কোন গান খুঁজে পাইনি। তাই আমি ইন্দ্রণী সেনের গাওয়া "এমনি করেই যায় যদি দিন"নামে গানটি প্রচার করবো।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ হল। আমাদের অনুষ্ঠানে আপনার কার কন্ঠে কি গান শুনতে চান, আমাকে লিখে জানাবেন। আমি আপনাদের পছন্দের গানগুলো প্রচার করার চেষ্টা করবো। আজকের চাওয়া পাওয়া শোনার জন্যে অনেক ধন্যবাদ। আবার কথা হবে।
|