চীনের তথ্য শিল্প মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী লুও ছিন চিয়েন ৫ ডিসেম্বর হংকংয়ে বলেছেন, চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদানের সময় দেয়া প্রতিশ্রুতি ভালোভাবে মেনে চলবে এবং পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে চীনের টেলিযোগাযোগ বাজার খুলবে।
বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদানের সময় চীনের দেয়া সংশ্লিষ্ট প্রতিশ্রুতি অনুযায়ী, ২০০৭ সালে চীনের টেলিযোগাযোগ বাজার পুরোপুরি বৈদেশিক পুঁজির কাছে উন্মুক্ত হবে। তখন চীন মোবাইল ফোন, ল্যান্ড ফোন ও অন্যান্য অতিরিক্ত টেলিযোগাযোগ শিল্পে বিদেশী পুঁজির ওপর দেয়া বাজার প্রবেশের নিষেধাজ্ঞা বাতিল করবে। দেশি-বিদেশি যৌথ-মালিকানাধীন টেলিযোগাযোগ শিল্পপ্রতিষ্ঠানে বিদেশী পুঁজির পরিমাণ ৪৯ শতাংশ হতে পারে এবং কোন আঞ্চলিক সীমাবন্ধতা থাকবে না।
|