তিব্বতের কৃষক ও পশু পালকদের আয় অব্যাহতভাবে বাড়ানোর লক্ষে ভবিষ্যতে চীন তিব্বতের কৃষি ও পশু পালন এলাকাগুলোতে আরো বেশি অর্থ বরাদ্দ ও প্রকল্প নির্মাণ করার ব্যবস্থা চালু করবে ।
সম্প্রতি দক্ষিণ পশ্চিম চীনের ছেনতু শহরে অনুষ্ঠিত একটি অধিবেশন থেকে এ খবর পাওয়া গেছে ।
তিব্বতের কৃষক ও পশু পালক সমগ্র অঞ্চলের মোট লোকসংখ্যার ৮০ শতাংশেরও বেশি । কৃষক ও পশু পালকদের আয় বৃদ্ধি ত্বরান্বিত করা তিব্বতের আর্থ-সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কর্তব্য । চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন , ভবিষ্যতে তিব্বতের কৃষি ও পশু পালন এবং কৃষি ও পশু পালনের বুনিয়াদি ব্যবস্থা গড়ে তোলা খাতে আরো বেশি অর্থ বরাদ্দ করা হবে । এর পাশাপাশি কৃষক ও পশু পালকদের আয় বৃদ্ধি বিষয়ক নীতিকে পূর্ণাঙ্গ করে তোলা হবে এবং কৃষক ও পশু পালকদের আয় বৃদ্ধি বিষয়ক দীর্ঘ মেয়াদী ব্যবস্থা গড়ে তোলা হবে ।
|