চীনের রাষ্ট্রীয় পরিবেশ সুরক্ষা ব্যুরোর অধীনস্থ দক্ষিণ পশ্চিম চীনের পরিবেশ সুরক্ষা ও তত্ত্বাবধান কেন্দ্র ৫ ডিসেম্বর সিছুয়ান প্রদেশের ছেনতু শহরে চালু হয়েছে । এই কেন্দ্র চালু হওয়ার পর চীনের সুছুয়ান , কুইচৌ , ইউননান , ছুংছিং ও তিব্বতে আঞ্চলিক পরিবেশ তত্ত্বাবধানের কাজ জোরদার করা হচ্ছে ।
জানা গেছে , এ বছরের জুলাই মাসে চীন এই বড় ৫টি অঞ্চলে পরিবেশ সুরক্ষা ও তত্ত্বাবধান কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে । রাষ্ট্রীয় পরিবেশ সুরক্ষা ব্যুরোর উপ-মহাপরিচালক চাং লি চ্যুন বলেছেন , দক্ষিণ পশ্চিম চীনের পরিবেশ তত্ত্বাবধান কেন্দ্র চালু হওয়ায় রাষ্ট্রীয় পরিবেশ তত্ত্বাবধানের সামর্থ্য উন্নত হয়েছে এবং আঞ্চলিক পরিবেশ তত্ত্বাবধানের ব্যবস্থা জোরদার করা হয়েছে ।
দক্ষিণ পশ্চিম চীন চীনের শিল্প প্রতিষ্ঠান বহুল একটি এলাকা । পরবর্তী পাঁচ বছরে এই অঞ্চলের বর্জ্য পদার্থ নির্গমনের পরিমাণ বিপুলমাত্রায় হ্রাস পাবে ।
|