৪ ডিসেম্বর সংবাদদাতা চীনের শাং হাইতে আয়োজিত একটি সম্মেলন থেকে জানা গেছে, চলতি বছরে শাংহাইকে " বিশ্বের প্রথম বৃহত্তম মালবাহী বন্দরে" রূপান্তয়ের ব্যবস্থার পাশা পাশি শাংহাই-এর কন্টেইনার ডিপোকেও বিশ্বের তৃতীয় অবস্থানে বজায় রাখার বিষয়টি জোরদার করবে।
জানা গেছে, চলতি বছরের প্রথম দশ মাসে , শাংহাই বন্দরে মালবাহী কন্টেইনারে মাল বোঝাই ও খালাসের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে । অনুমাণ করা যায় যে, এ বছর মাল বোঝাই ও খালাসের পরিমাণ মোট ৫০ কোটি টন বেশি হয়েছে। কন্টেইনারের পরিমাণ মোট ২ কোটি হয়েছে।
|