v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-12-05 17:30:21    
নিয়মিত সি আর আই এর বাংলা অনুষ্ঠান শোনেন

cri

 **বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়ার নেটওয়ার্ক রেডিও এন্ড টিভি ফ্যান ক্লাবের চেয়ারম্যান মসরুর জুনাইদ লিখেছেন, ইতিহাসের আজ অনুষ্ঠানটি আমাকে এত মুগ্ধ করেছে , তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এই অনুষ্ঠান থেকে অনেক অজানা তথ্য জানতে পারছি। কিছু দিন আগে কোন এক মিতালী অনুষ্ঠানে মহিউদ্দিন তাহের ভাই জানালেন, নতুন করে অনুষ্ঠান ঢেলে সাজানোর সময় "ইতিহাসের আজ" অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হবে। আমি এই সিদ্ধান্তটি পুনঃবিবেচনা করার জন্য সি আর আই এর সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। কারণ "ইতিহাসের আজ" একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় অনুষ্ঠান।

 বন্ধু মসরুর জুনাইদ "ইতিহাসের আজ" শুনতে ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে। কিন্তু ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা একবার ঘটে, তাই ইতিহাসের আজও একবার প্রচার করা উচিত , তাই না, নাহলে দ্বিতীয় বছর প্রচারের সময় শুধু শুধু পুনপ্রচার হবে। তখন শ্রোতাবন্ধুদেরও ভালো লাগবে না। সেই জন্য আমরা জুলাই মাসে নতুন অনুষ্ঠান সাজানোর সময় ইতিহাসের আজের পরিবর্তে অন্য কিছু নতুন অনুষ্ঠান যোগ করতে চাই, এই ক্ষেত্রে আপনারা হয়তো কিছু গঠনমূলক প্রস্তাব দিতে পারেন।

 **বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালীর এম এম গোলাম সারোয়ার লিখেছেন, এখন অনেক শ্রোতা আছেন যারা নিয়মিত সি আর আই এর বাংলা অনুষ্ঠান শোনেন , কিন্তু লেখালেখি করতে অভ্যস্ত নন। আবার অনেক শ্রোতা আছেন , যারা রীতিমত সি আর আই শোনেন এবং লেখালেখিও করেন প্রচুর। এখন শ্রোতাদের একটু যাচাই করা দরকার বলে মনে করি।

 বন্ধুরা, চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতা বিভাগ এখন এক নতুন শ্রোতার তথ্য ফ্লাটফর্মের নকশা করছে। পরিকল্পনা অনুযায়ী সামনের মে মাস থেকে পরীক্ষামূলকভাবে এর ব্যবহার শুরু হবে। আমরা ভাবছি , নতুন তথ্য ফ্লাটফর্ম চালু হবার পর আমরা একক শ্রোতাদেরকে রেজিষ্ট্রেশন নং দিবো। শ্রোতার ব্যক্তিগত তথ্য আর লেখা চিঠি ও প্রতিযোগিতাগুলোয় অংশ নেয়ার তথ্য কম্পিউটারে প্রবেশের পর স্বয়ংক্রিয়ভাবে প্রত্যেক শ্রোতার এক মার্কস থাকবে। সে মার্কস দেখে শ্রোতার অবস্থা যাচাই করা যাবে।

 **বাংলাদেশের সাতক্ষীরা জেলার নওয়াবেঁকীর ওয়ার্ল্ড রেডিও লিসেনার্স ক্লাবের সম্পাদক আনিসুর রহমানের চিঠির সারাংশ। তিনি লিখেছেন, লিলির উপস্থাপনায় রোববারের বিশেষ পরিবেশনা সুরের ভুবনে চীনের জনপ্রিয় শিল্পীদের কন্ঠে নানান স্বাদের বিভিন্ন রকমারী চীনা গানের আমেজ পাচ্ছি। এ অনুষ্ঠানে চীনা গানগুলোতে আনন্দ পেলেও তার অর্থ না বুঝতে পেরে পুরোপুরি তৃপ্ত হতে পারছি না। তাই সুরের ভুবনে প্রচারিত গানগুলোর পাশাপাশি বাংলায় অর্থ বলার অনুরোধ রইলো। বিশ্বাস এতে আমার মতো আরো অনেকেই খুশী হবেন। সুরের ভুবন অনুষ্ঠানটি আরো সমৃদ্ধ, আনন্দঘন বিনোদনমূলক অনুষ্ঠানের রূপ লাভ করবে এই কামনা করছি।

 ** বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার সবুজ বেতার শ্রোতা সংঘের সকাল আহমেদ শাহীনের চিঠির সারাংশ। তিনি লিখেছেন, আমি আগামী এপ্রিল মাসে ট্রেন ভ্রমণে যাবো। ভ্রমণ সত্যি খুব আনন্দ দায়ক। আমি এপ্রিল মাসে সি আর আই বন্ধুদের সাথেও দেখা করবো। আমার মনে হয় এতে করে বাংলাদেশ মৈত্রি সম্মেলনের মত বন্ধু মৈত্রি সম্মেলন গড়ে উঠবে। আমি প্রথমে যেতে চাই ফরিদপুর জেলার জগন্নার্থদীর শ্রোতা এম এম গোলাম সারোয়ার ভাইয়ের বাড়িতে। আমার বহু দিনের ইচ্ছা তার সঙ্গে দেখা করার। এর পর যদি বগুড়া জেলাতে যাই তাহলে নিমাইদীঘি গ্রামের আব্দুর রাজ্জাক ভাইয়ের সঙ্গে দেখা করবো।