v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-12-05 15:44:21    
ব্যবসায়ী এবং অভিনেতা ইয়াং জি

cri
ত্রিশ বছর বয়স্ক ইয়াং জি চীনের জু লি কোম্পানির সি.ই.ও। তিনি অভিনয় শিখেন নি, কিন্তু অভিনয়ের উপর তার আগ্রহ অনেক বেশী। তিনি দেখতে খুব সুশ্রী বলে অভিনয় তার জন্য খুব উপযোগী। কিন্তু তিনি কিভাবে একজন ব্যবসায়ী থেকে অভিনেতায় পরিণত হয়েছেন তা তার চীনামাটি সংগ্রহের শখের সঙ্গে জিছুটা জড়িত।

১৫ বছর আগে ইয়াং জি চীনামাটি সংগ্রহ শুরু করেছেন। ছিংহুয়া চি বিভিন্ন চীনামাটির মধ্যে একরকম । ছিংহুয়া চি সংগ্রহের মাধ্যমে ইয়াং জির একটি যাদুঘর হয়েছে। এ ক্ষেত্রে ইয়াং জি'র জ্ঞান খুব সমৃদ্ধ। চলচ্চিত্র পরিচালক সাং হুয়া ছিংহুয়া চীনামাটি সম্পর্কিত চলচ্চিত্র তৈরী করার সময় ইয়াং জি উপদেষ্টা দিসেবে অংশ গ্রহণ করেছেন। পরে আলোচনার মাধ্যমে সাং হুয়া উপলব্ধি করেছেন যে, ইয়াং জি তার এই ছবির অভিনেতা হতে পারেন।

"ছিং হুয়া" নামক এই চলচ্চিত্রে চীনের মাটির রাজধানী চিং দে জেন নিয়ে দু'টি বড় পরিবারের গল্প বলা হয়েছে। ইয়াং জি এই ছবিতে তিনটি চরিত্রে অভিনয় করেন। তা একজন পেশাগত অভিনেতার কজন্যেও খুব কঠিন কাজ। ইয়াং জি বলেন:

"এই চলচ্চিত্রে তিনটি যুগের গল্প বলা হয়েছে। ইউয়ান রাজবাংশে আমি মাটি তৈরীর একজন প্রভূ। ছিং রাজবংশে আমি ছিং সরকার প্রেরিত যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা ৩০জন ছাত্রের মধ্যে একজন। আধুনিককালে আমি মাটি বাজারের একজন কালাল। আমি ছিংহুয়া নামক একজন সুন্দরী মেয়ের ভালবাসা চাই।"

এই চলচ্চিত্রে চমত্কার অভিনয়ের জন্য ইয়াং জি ২০০৫ সালের চীনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চলচ্চিত্র উত্সবের "নতুন তারকা" পুরষ্কার পেয়েছেন। এ পুরষ্কার হলো সব পেশাগত অভিনেতাদের একটি স্বপ্ন।

তার দ্বিতীয় চলচ্চিত্র হলো "বাই ইয়ু থাং"। বাই ইয়ু থাং হলেন ইতিহাসে একজন বৈচিত্রময় পন্ডিত। বাই ইয়ু থাং অভিনয়ের সময় ইয়াং জি তার মর্ম ভালোভাবে বুঝেছেন। ইয়াং জি বলেন:

"আমার বাই ইয়ু থাংয়ের সঙ্গে অনেক মিল আছে। আমি যেন তার সঙ্গে সংলাপ করতে পারি। এই ছবিতে আমার নিজের অভিনয়ে আমি খুবই সন্তুষ্ট"

কোম্পানিতে ইয়াং জি একজন পরিচালক, অনেকের কাজে তিনি উপদেশ দেন। কিন্তু চলচ্চিত্র তিনি ছাত্রদের মত মন দিয়ে শিখেন। তিনি ডিভিডিতে তার সব অভিনয় রেকর্ড করে রেখেছেন। ফলে অবসর সময় তিনি নিজের অভিনয় পুনরায় দেখতে পারেন।

সম্প্রতি ইয়াং জি একসঙ্গে দুটি স্থানে শুটিং করছিলেন। বিমানে তাকে নাটকের স্ক্রিপ্ট পড়তে হয়। প্রতিদিন শুধু চার ঘন্টা ঘুমতে পারেন। এ নিয়ে তার কোন অভিযোগ নেই। বরং এটা তিনি খুব উপভোগ করেন। তিনি বলেন:

"এটা আমার এতে খুব ভাল লাগে। কারণ একজন অপরিচিত দর্শকদের কাছে আমার চোখ, আমার ভাষা ও আমার ভঙ্গির মাধ্যমে নিজেকে প্রকাশ করতে পারি। এটাকে আমি একটি সাফল্য মনে করি।"

ইয়াং জি একটি ধনী পরিবারে জন্ম নিয়েছেন। তাতে তার সুযোগ সমবয়সীদের চেয়ে একটু বেশি ছিল। কিন্তু ইয়াং জি নিজের চেষ্টায় সাফল্য পাওয়ায় প্রত্যাশী। তার বাবা মাও তাকে খুব কঠোর উপদেশ দেন। ছোটাবেলায় তিনি গ্রামাঞ্চলে ৬ বছরের সময় কাটিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে তিনি কোম্পানিতে নীচের পদ থেকে শুরু করেছিলেন। এখন দু'টি কাজই যা তাকে আশন্বিত করে। যা তাকে নিয়ে যাবে ভবিষ্যতে সাফল্যের শিখরে।