v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-12-05 15:29:55    
সুরের ভূবন--sammi.cheng ও তার গান

cri
    ১৯৮৮ সালে হংকংয়ের প্রতিভাবান উঠতি শিল্পীদের সপ্তম সংগীত প্রতিযোগিতায় একজন মোটা মেয়ে 'পান করা' এই গান দিয়ে তৃতীয় পুরস্কার পেয়েছে। সে সময় পর্যালোচনারা তার প্রশংসা করে বলেছেনঃ 'অনেক দিন ধরে এতো হৃদয়গ্রাহী মন্দ্র ও নিচুস্বর শুনিনি।' এই ছোট মেয়েই হচ্ছে আজকের এশীয় সংগীত ক্ষেত্রের, ছায়াছবি ও বিজ্ঞাপন ক্ষেত্রের ব্যাপক সফলতা পাওয়া জনপ্রিয় গায়িকা sammi.cheng। তিনি মার্কিন টাইম ওয়ার্নার কোম্পানির একজন এশীয় সুপারস্টার।

(সংগীত-১)

sammi চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্ম গ্রহণ করেন। যখন শিল্পী sammi'র বয়স মাত্র ১৯ বছর, তখন তিনি প্রতিভাবান উঠতি শিল্পীদের সংগীত প্রতিযোগিতায় সহজাত সুগভীর ধ্বনি প্রশস্ত সুরের পরিসর দ্বারা বিখ্যাত হয়েছেন। এর পর পরই তার সংগীত জীবনের শুরু সংগীত ক্ষেত্রে প্রবেশের দিন থেকেই তিনি তার সংগীতে অব্যাহতভাবে বিভিন্ন ধরনের স্টাইল তুলে ধরার চেষ্টা করেছেন। এখন আপনারা যে গান শুনছেন, তার নাম 'উপযুক্ত'। এটা হচ্ছে sammi'র একটি খুব বিখ্যাত গান। গানের স্টাইলের গভীরতা বেশী ও বিষন্নতায় আচ্ছন্ন। এটা sammi'র অতীতের প্রকাশিত গানের প্রধান স্টাইলের প্রতিনিধিত্ব করছে।

(সংগীত-১)

গানটিতে এই মাত্র বন্ধুর সঙ্গে সম্পর্ক ভেঙ্গে যাওয়া একজন মেয়ের মনের কথা প্রকাশ করা হয়েছে। সাহসিকতার সঙ্গে তিনি ভাবাবেগের ব্যর্থতা মোকাবিলা করেন এবং ভাবাবেগকে নিজের হৃদয়ে চেপে রাখেন। ১৯৯৬ সালে এই গান প্রকাশ করার পর, সঙ্গে সঙ্গেই তিনি জনপ্রিয় হয়ে যান এবং অর্থ ও সম্পদ প্রাপ্তি রীতিমতো বিষ্ময় কর। এ পর্যন্ত বহু তরুণ-তরুণী তার গানটিকে সঙ্গী করে নিয়েছে। আসুন, এখন আমরা sammi'র অন্য একটি সুন্দর গান 'সারা জীবন সুন্দর' শুনবো।

(সংগীত-২)

এটা হচ্ছে ছায়াছবি 'ওজন কমাতে থাকা ছেলেমেয়েরা'-র গীতিনাট্যের টাইটেল সঙ্গীত। ছায়াছবির মতো, এই গান এশীয় অঞ্চলে বিখ্যাত ও জনপ্রিয় হয়েছে। গানটিতে নিষ্ঠা ও ভালোবাসার বর্ণনা খুব মর্মস্পর্শী। অনেক লোক এই গানটি শোনার সময় চোখের জল ফেলেছে।

(সংগীত-৩)

মার্কিন টাইমস ওয়ার্নার কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করার পর, sammi তাদের এশীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ গায়িকা হয়েছেন। এর পর তার নিজের ও গানের স্টাইল কিছু পরিবর্তিত হয়েছে। মানুষ তাঁকে 'পরিবর্তিত রানী' বলে অভিহিত করেছে। এখন আপনাদের শোনাবো '৮০৮' এই গানে, sammi আগের নম্র-স্টাইল পরিবর্তন করেছেন। গানটিতে আন্তর্জাতিক শহর হংকংয়ে তরুণ-তরুণীদের KTVতে গিয়ে গান গাওয়ার দৃশ্যের বর্ণনা করা হয়েছে। এই গান KTV-তে তরুণ-তরুণীদের সবচেয়ে প্রিয় গান হয়েছে।

অনস্বীকার্য হচ্ছে, sammi ও তার সঙ্গীত চীন এমনকি এশীয় অঞ্চলে জনপ্রিয় সংগীতের বাতশকুন হয়েছে। ২০০০ সালে দঃ কোরিয়ার সঙ্গীত সারা এশিয়ার জনপ্রিয় হওয়ার পাশা পাশি, sammi দুটো দঃ কোরীয় নৃত্য স্টাইলের গান নতুন করে নির্মাণ করেছেন। ফলে চীনে তার জনপ্রিয়তা বিশাল হয়েছে। আচ্ছা, এখন আমরা এক সঙ্গে তার 'অদ্বিতীয়' গানটি শুনি।

(সংগীত-৪)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এ সব প্রাণশক্তি যোগানো গানগুলো শোনার সঙ্গে সঙ্গে, আপনারা গানের সঙ্গে সঙ্গে নাচতে চান কি? হ্যাঁ, sammi হচ্ছেন এই ধরনের একজন সংক্রামক গায়িকা। আচ্ছা, আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে, আমরা sammi'র অন্য একটি গান শুনি।

(সংগীত-৫)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আমি আপনাদের জন্য শিল্পী sammi'র কয়েকটি গান শোনালাম এবং এর তার সম্পর্কে কিছু কথা বললাম। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আমাদের সঙ্গে থেকে সুরের ভূবন শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে আবার কথা হবে।