"অর্থনৈতিক বিশ্বায়ন ও ট্রেড ইউনিয়ন ২০০৬ "-এর আন্তর্জাতিক ফোরাম ৪ ডিসেম্বর পেইচিংয়ে শুরু হয়েছে। বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন , আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন সংস্থা, ভারত, নাইজেরিয়া, ব্রাজিল এবং হংকংসহ বিভিন্ন দেশ ও অঞ্চলের প্রায় ৪০ জন ট্রেড ইউনিয়নের নেতা এ ফোরামে অংশ নিয়েছেন।
নিখিল চীন সাধারণ ট্রেড ইউনিয়নের চেয়ারম্যান ওয়াং জাওকুও উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তিনি বলেছেন, চীন ট্রেড ইউনিয়নের স্বাধীনতা, সুসমতা , পারিস্পরিক সম্মান এবং পরস্পরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার ভিত্তিতে বিভিন্ন দেশ, অঞ্চল এবং আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আদানপ্রদান উন্নয়ন করতে ইচ্ছুক। যারফলে ন্যায্য এবং সম্প্রীতিতে বসবাস করার আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নের অধিকারকে নিশ্চিত হবে।
এবারের ফোরামের লক্ষ্য হলো " শ্রমিকদের সম্প্রীতিমূলক সম্পর্কের মাধ্যমে মিলিত উন্নয়নকে ত্বরান্বিত করা" দু'দিনব্যাপী এই ফোরামে অংশগ্রহণকারী ট্রেড ইউনিয়নগুলো শ্রমিকদের সম্পর্ক কিভাবে সমন্বয় করা যায় এবং অভিবাসীসহ সকল শ্রমিক ও কর্মচারীদের বৈধ স্বার্থ রক্ষা করা যায় সে সব বিষয় নিয়ে আলোচনা করেছেন।
|