ফিলিস্তিনের সশস্ত্র সংস্থা জিহাদ ৩ ডিসেম্বর যুদ্ধ বিরতি চুক্তি প্রত্যাহারের হুমকি দিয়েছে এবং " কয়েক ঘন্টার" মধ্যেই ইসরাইলে হামলা চালানোর কথা বলেছে।
জিহাদের একজন মুখপাত্র এদিন গাজায় ইসরাইল বারবার যুদ্ধ বিরতি চুক্তি ভেঙ্গে গাজা অঞ্চল ও জর্দান নদীর পশ্চিমাঞ্চলে ফিলিস্তিনী এলাকায় হামলা করায় ইসরাইলের নিন্দা করেছেন। তিনি আরো বলেছেন, জিহাদ ইসরাইলের হামলার জবাব দেবে এবং " কয়েক ঘন্টার" মাধ্যেই ইসরাইলে হামলা চালাবে ।
ইসরাইল যুদ্ধ বিরতি ভঙ্গ করে গাজা এলাকা থেকে জর্দান নদীর পশ্চিমাঞ্চলে তার হামলা সম্প্রসারিত করায় ফিলিস্তিনের অন্যান্য সংস্থার সঙ্গে হামাসও কোনো বৈঠকে যোগ দেবে না বলে জানিয়েছে।
|