চলতি বছরের অক্টোবর পর্যন্ত চীনের কৃষি পণ্যদ্রব্যের রপ্তানী মূল্য ২৪.৫৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, ২০০৬ সালের শেষ নাগাদ, এর পরিমাণ ৩০ বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ।
চীনের বাণিজ্য উপমন্ত্রী ই সিয়াওজুন দক্ষিণ চীনের হাইনান প্রদেশের হাইখৌ শহরে এ কথা বলেছেন । ২০০৬ সালে চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক গ্রীষ্মমণ্ডলীয় কৃষি পণ্যদ্রব্যের শীতকালীন মেলায় তিনি বলেছেন, চীন বিশ্বের পঞ্চম বৃহত্তম কৃষি পণ্যদ্রব্যের রপ্তানী দেশে পরিণত হয়েছে ।
জানা গেছে, বর্তমানে জাপান, ই.ইউ. যুক্তরাষ্ট্র, আসিয়ান, দক্ষিণ কোরিয়া ও চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল হচ্ছে চীনের কৃষি পণ্যদ্রব্য রপ্তানীর প্রধান৬টি বাজার । পশ্চিম এশিয়া, লাটিন আমেরিকা, আফ্রিকা ও রাশিয়াসহ বিভিন্ন অঞ্চল হচ্ছে চীনের নতুন বাজার, এসব অঞ্চলের বার্ষিক রপ্তানীর তুলনামূলক হার ২০ শতাংশেরও বেশি ।
|