v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-12-04 14:49:38    
৪ ডিসেম্বর ক্রীড়া সংবাদ

cri
    ৩ ডিসেম্বর 'আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস' উপলক্ষে নবম 'দূর-প্রাচ্য আর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের' প্রতিবন্ধী গেমসে অংশগ্রহণকারী চীনা প্রতিনিধি দল সাফল্য নিয়ে চীনে ফিরে এসেছেন। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর কমিশনার ও উপপ্রধানমন্ত্রী হুই লিয়াংইউয়ের সঙ্গে প্রতিনিধি দলটি সাক্ষা করেছে। তিনি প্রতিনিধি দলকে স্বাগত এবং শুভেচ্ছা জানান। তিনি বলেছেন, এবারের 'দূর প্রাচ্য আর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিবন্ধী গেমসে' চীনা প্রতিনিধি দল স্বর্ণপদক ও পদকের প্রথম অবস্থানে রয়েছে। বিশ্বের কাছে চীনা প্রতিবন্ধী মানুষরা আত্মবলীয়ান ও শক্ত মনোভাব দেখিয়েছে। এটি সকল চীনা জনগণের জন্য একটি বিরাট উত্সাহ। তিনি আশা করেন, সকল সমাজ প্রতিবন্ধীদের কল্যান বেশি সজাগ দৃষ্টি রাখবে। তাদের উন্নয়ন কার্যক্রমে আরো বেশি সমর্থন করবে অব্যাহতভাবে প্রতিবন্ধীদের জীবন যাত্রার মান উন্নয়ন করবে ও সমাজ আরো সম্প্রীতিময় ও সভ্য হওয়ার কার্যক্রম ত্বরান্বিত করবে।

    ২০০৮ সাল অলিম্পিক গেমসের স্টেডিয়ামের কাছাকাছি পরিবেশ ও পেইচিংয়ে সড়ক এবং গণ ব্যবস্থা সুরক্ষার জন্য পেইচিং সরকার আগামী এক বছরের মধ্যে এক লাখ পরিবেশ সংরক্ষণে আবর্জনা ফেলার পাত্র(wastebin) পরিবর্তন করবে।

    খবরে প্রকাশ, এসব পাত্র পুনঃব্যবহৃত প্লাষ্টিক দিয়ে তৈরী করা হবে।

    ৪ ডিসেম্বর ভোর পর্যন্ত চীনা প্রতিনিধি দল দোহা এশীয় গেমসে মোট ২৮টি স্বর্ণপদক লাভ করেছে।

    ৩ ডিসেম্বর রাতে ১৫তম দোহা এশীয় গেমসে টেবিল টেনিসের নারী দলগতের ফাইনালে চীন ৩:০ সেটে সিঙ্গাপুরকে পরাজিত করেছে। ১৯৯৮ সাল ব্যাংকক এশীয় গেমসের পর চীন আবার এশীয় গেমসের নারী দলগতের চ্যাম্পিয়ন লাভ হলো।

    দোহা এশীয় গেমসের প্রথম দিনে চীনের শুটিং দল ৬টি স্বর্ণপদক লাভ করার পর ৩ ডিসেম্বর পুরুষ ও নারী ১০মিনিট এর পিস্তলের দলগত ও এককে আবার চারটি স্বর্ণপদক লাভ করেছেন।

    ৩ ডিসেম্বর বিকালে ভারোত্তলনে নারীদের ৫৮ কেজি পর্যায়ে চীনা খেলোয়াড় ছেন ইয়ানছিং স্ন্যাচ, ক্লিন জার্ক ও মোট পয়েন্টের তিনটি বিশ্ব রেকর্ড ভেঙ্গে দিয়েছেন।

    চীনা খেলোয়াড় ছিউ লো ও মাও চিয়াও পুরুষদের ৬২ কেজি পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ লাভ হয়েছেন।

    প্রতিযোগিতার পর, চীনের জাতীয় ক্রীড়া ব্যুরোর একজন পরিচালক মা ওয়েনকুয়াং বলেছেন, এবারের এশীয় গেমসে চীনা ভারোত্তলন দলের একটি লক্ষ্য হল যথাসম্ভব নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি করা।

    ৩ ডিসেম্বর, নারীদের ৪শো মিটার একক মিশ্র সাঁতারের ফাইনালে চীনা খেলোয়াড় ছি হুই চ্যাম্পিয়ন হয়েছেন।

    ৪ ডিসেম্বর ভোরে, নারীদের ৪*১০০ মিটার ফ্রি-স্টাইল রিলে তে ওয়াং তান, স্যু ইয়ানওয়ে, ইয়াং ইউ ও ফাং চিয়াইং ৩'৪২"১১ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

    টেবিল টেনিসে পুরুষদের দলগতে চীন ৩:০ সেটে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করেছে।

    জুডোয় নারীদের ৬৩কেজি পর্যায়ের প্রতিযোগিতায় ২৩ বদর বয়সী চীনা খেলোয়াড় স্যু ইউহুয়া স্বর্ণপদক লাভ করেছেন।

    তাছাড়াও, সাইক্লিংয়ে পুরুষদের ইনডিভিডুয়াল রোড রেসে (individual road race)হংকং খেলোয়াড় হুয়াং চিনপাও চ্যাম্পিয়ন হয়েছেন। এটি হল চীনের হংকং তর এবারের এশীয় গেমসের প্রথম স্বর্ণপদক।

    ৩ ডিসেম্বর বিকালে দোহা এশীয় গেমসে নারী ভোলিবলের দ্বিতীয় দফা প্রতিযোগিতায় হয়ে। চীন ৩:০ সেটে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করেছে। এ পর্যন্ত চীন একটানা দু'বার জয়ী হয়ে পরবর্তী রাউন্ডে উঠে গেছে।

    ৩ ডিসেম্বর, ১৫তম দাবা দ্বিতীয় দিনের প্রতিযোগিতায় তিনজন চীনা খেলোয়াড়ের মধ্যে দু'জন বিজয়ী হয়েছেন এবং একজন ব্যর্থ হয়েছেন।

    ৩  ডিসেম্বর পুরুষদের ফুটবল প্রতিযোগিতায় চীন ৩:১ গোলে মালয়েশিয়াকে পরাজিত করেছে।