v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-12-04 10:39:47    
২৮ নভেম্বর--৪ ডিসেম্বর, ২০০৬

cri
**মহাসমারোহে সিআরআই এর ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপতি

৩ ডিসেম্বর হচ্ছে চীনের বৈদেশিক বেতার ব্রত ও চীন আন্তর্জাতিক বেতার প্রতিষ্ঠার ৬৫তম জন্ম বার্ষিকী। এ দিন পেইচিংয়ে মহাসমারোহে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

  এ উপলক্ষে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য লি চাং ছুন একটি অভিনন্দন বাণী পাঠিয়েছেন। তিনি চীন আন্তর্জাতিক বেতারের সকল কর্মীদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। বাণীতে তিনি আশা প্রকাশ করেছেন যে, চীন আন্তর্জাতিক বেতার জোরালোভাবে চীনের শান্তিপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে চলবে, সুষম বিশ্ব গড়ে তোলার ক্ষেত্রে চীনের অবস্থান প্রচার করবে, আধুনিক আন্তর্জাতিক বেতার ব্যবস্থা নির্মাণ কাজ দ্রুততর করবে, চীনের সংস্কার ও উন্মুক্ততা এবং সমাজতান্ত্রিক ব্যবস্থার আধুনিকায়নের জন্য আরো বেশী অবদান রাখবে।

  চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রচার মন্ত্রী লিউ ইয়ুন শান, জাতীয় বেতার, চলচ্চিত্র ও টেলিভিশন সদর দপ্তরের মন্ত্রী ওয়াং থাই হুয়া, চীন আন্তর্জাতিক বেতারের মহাপরিচালক ওয়াং গেন নিয়েন প্রমুখ নেতৃবৃন্দ স্মরণ সভায় ভাষণ দিয়েছেন।

  ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক, ইউরোপীয় ইউনিয়নের চেয়ারম্যান জোসে ম্যানুএল বারোসো, ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া মাকাপাগাল আরোয়ো , ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুয়েন থান দুং, লাওসের প্রধানমন্ত্রী বৌসোনে বৌফাভান, কেনিয়ার প্রেসিডেন্ট মওয়ায় কিবাকিসহ কয়েকটি দেশের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে অভিনন্দন জানিয়ে চিঠি বা অভিলেখনের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।

  চীনের সংশ্লিষ্ট বিভাগ, প্রধান তথ্য মাধ্যমের দায়িত্বশীল কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্র, ক্যানাডা, রাশিয়া, কেনিয়া, জার্মানী, ভারত, আফগানিস্তানসহ মোট ১৫টি দেশ থেকে আসা শ্রোতাদের প্রতিনিধি ও বিভিন্ন ক্ষেত্রের কয়েক শ দেশি-বিদেশি ব্যক্তিবর্গএই স্মরণ সভায় উপস্থিত ছিলেন। 

বাংলা বিভাগের বিশেষজ্ঞ আ বা ম সারাউদ্দিন সিআরআই এর সকল বিদেশী বিশেষজ্ঞের প্রতিনিধি হিসেবে সভায় ভাষণ দিয়েছেন।

**ছ'পক্ষীয় বৈঠক যততাড়াতাড়ি সম্ভবঅনুষ্ঠিত হবে-- চীনের আশা

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু ৩০ নভেম্বর বলেছেন ,৬পক্ষীয় বৈঠকের পক্ষগুলো সুযোগ কাজে লাগিয়ে ইতিবাচক ব্যবস্থা নিয়ে আগামী পর্যায়ের বৈঠকে ইতিবাচক অগ্রগতি লাভ করবে বলে চীন আশা করে ।

তিনি বলেছেন , গত মাসে চীন , উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রেরপ্রতিনিধি দলের নেতাদের অনানুষ্ঠানিক বৈঠকের পর ২৮ নভেম্বর তিন পক্ষ আবার পেইচিংয়ে অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হয় । উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে দ্বিপক্ষীয় বৈঠক করেছে । চীন পৃথকপৃথকভাবে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কয়েকবার দ্বিপক্ষীয় বৈঠক করেছে । তিন পক্ষ ৬ পক্ষীয় বৈঠকের প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয় নিয়ে খোলামনে মতবিনিময় করেছে । চীন মনে করে যে , এবারের বৈঠক বিভিন্ন পক্ষকেপরস্পরের অভিমত জানতে সাহায্য করবে ।

**জ্যাকেস রোগ পেইচিং ২০০৮ সাল অলিম্পিক গেমসের প্রস্তুতি কাজে সন্তুষ্ট

২৭ নভেম্বর কুয়েত সফররত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাক্স রগ পেইচিং ২০০৮ অলিম্পিক গেমসের প্রস্তুতি কাজের ওপর সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমি পেইচিং সফরকালে ২০০৮ অলিম্পিক গেমসের প্রস্তুতি কাজ দেখেছি। প্রস্তুতির সকল কাজ ভালভাবে চলছে।

তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কার্যনির্বাহী কমিটির সম্মেলন পরিচালনা করেছেন। এদিন, তিনি বলেছেন, অলিম্পিক গেমসের প্রস্তুতি কাজ পেইচিংয়ের নাগরিকদের মনে ইতিবাচক প্রভাব ফেলার সঙ্গে সঙ্গে তাঁদের জীবন যাত্রার মানের উন্নতিতে সাহায্য করছে। যেমন, স্টেডিয়াম নির্মাণ, সকল পরিবেশ ও আবহাওয়ার উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, নতুন বিমান বন্দর, সাবওয়ে ও সড়কের নির্মাণ। এসব নির্মাণের ফলে পেইচিংয়ের নাগরিকদের পরিবহন ব্যবস্থাসহ জীবন যাত্রা উন্নত হবে। তিনি বলেছেন, অলিম্পিক গেমসের আয়োজন চীনা জনগণের জন্য আশীর্বাদ হিসেবে দেখা দেবে।

**হেইয়ের ভারতে গবেষণা ও উন্নয়ন কেন্দ্র খুলবে

চীনের হেইয়ের গোষ্ঠী ভারতে সফ্টওয়ারের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র খুলবে। যাতে তার মোবাইল ফোন শিল্পের উন্নয়ন সাধন করা যায়।

সংবাদদাতারা ২৮ নভেম্বর হেইয়ের গোষ্ঠীর কাছ থেকে এ তথ্য পেয়েছে। খবরে প্রকাশ, সফ্টওয়ারের ওপর গবেষণা ও উন্নয়ন কেন্দ্রটিতে মোবাইল ফোনের নেট খেলা, এডভারটাইজমেন্ট, মোবাইল ফোন ব্যবহারের সুযোগ সুবিধা ও ভাষার ব্যবহার ইত্যাদি ক্ষেত্রের ওপর গবেষণা ও উন্নয়ন করা হবে।

হেইয়ের গোষ্ঠী চীনের বাড়িতে ব্যবহার্য ইলেকট্রনিক্স দ্রব্যের একটি বিখ্যাত্ উত্পাদনকারী শিল্পপ্রতিষ্ঠান। বর্তমানে সারা বিশ্বে ৩০টিরও বেশি দেশে হেইয়েরের ডিজাইন কেন্দ্র, উত্পাদন কেন্দ্র ও বাণিজ্যিক কোম্পানি আছে। হেইয়ের প্রধানত বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, বাণিজ্য ও ব্যাংকিং ক্ষেত্রের উন্নয়নে কাজ করে থাকে।

**চীনের বিদেশে প্রথম আর্থ-বাণিজ্যিক সহযোগিতা অঞ্চলপাকিস্তানে গড়ে তোলা হয়েছে

চীনের বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চীনের বিদেশে প্রথম আর্থ-বাণিজ্যিক সহযোগিতা অঞ্চল নির্মাণ ২৬ নভেম্বর পাকিস্তানে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

চীনের হাইয়ের গ্রুপ ও পাকিস্তানের রুবা গ্রুপের উদ্যোগে এই সহযোগিতা অঞ্চল নির্মাণ করা হবে। সহযোগিতা অঞ্চলের আয়তন ১.০৩ বর্গকিলোমিটার ,পুঁজি বিনিয়োগ হবে মোট ২৫ কোটি মার্কিন ডলার। পাঁচ বছরের পর নির্মাণকাজ সম্পন্ন হবে।

জানা গেছে, সহযোগিতার প্রধান ক্ষেত্র হচ্ছে ঘরে ব্যবহার্য বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরী।

**সিনচিয়াং থেকে মক্কা পর্যন্ত হজ্বযাত্রী-বাহী প্রথম বিশেষ বিমান চালু

২ ডিসেম্বর ভোর ৩টা:৫০মিনিটে চীনের দক্ষিণ বিমান কোম্পানির সিনচিয়াং শাখা কোম্পানির হজ্বযাত্রী-বাহী প্রথম বিশেষ বিমান উরুমুচি হয়ে মক্কার উদ্দেশ্য যাত্রা করেছে ।

আমাদের সংবাদদাতা চীনের ইসলামিক পরিষদ থেকে খবরে পেয়েছে যে, ২৯ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৯৭০০জন চীনা মুসলমান মক্কায় হজ্বের জন্য যাত্রা করবেন । এবার হচ্ছে ইতিহাসে সবচেয়ে বেশি চীনা হজ্বযাত্রীদের মক্কায় হজ্বযাত্রা করা । হজ্বযাত্রীরা পৃথক পৃথকভাবে ৩০টি বিশেষ বিমান যোগে চীনের লানচৌ, উরুমুচি, খুনমিং এবং পেইচিং থেকে রওয়ানা হয়ে মক্কায় যাবেন ।

**পাকিস্তান ছেংতুতে কন্সুলেট খুলবে

দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের বৈদেশিক বিষয়ক অফিস ২৭ নভেম্বর ঘোষণা করেছে যে, পাকিস্তান ছেংতু শহরে তাদের কন্সুলেট জেনারেল আফিস খুলবে এবং চীন সরকার এতে রাজী হয়েছে।

সিছুয়ান প্রদেশসহ পশ্চিম চীনের বিভিন্ন প্রদেশের যোগাযোগ জোরদার করার ওপর পাকিস্তান বরাবরই গুরুত্ব দেয়। সিছুয়ান প্রদেশের সঙ্গে পাকিস্তানের সঙ্গে আর্থ-বাণিজ্যিক বিনিময় খুবই ঘনিষ্ঠ। বর্তমানে পানি বিদ্যুত্, পরিবেশ সংরক্ষণ, রেলপথ ও পাতাল রেলসহ দু'পক্ষের ১২টি সহযোগিতা পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে।

**পাকিস্তান ও সৌদি আরবের যৌথ সামরিক মহড়া শুরু

২৭ নভেম্বর পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে , পাকিস্তানেরপূর্বাঞ্চলের স্থলবাহিনী ও সৌদি আরবের রাজকীয় স্থলবাহিনী পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে " তলোয়ার-২ নামক যৌথ সামরিক মহড়া শুরু করেছে ।

বিবৃতিতে বলা হয়েছে , তিন সপ্তাহব্যাপী এই সামরিক মহড়া দুদেশের সেনাবাহিনীর মধ্যে অনির্দিষ্ট সামরিক মহড়ার এক অংশ । দু বাহিনীর সহযোগিতা বাড়ানো এবং পারস্পরিক সমঝোতা ও অভিজ্ঞতাবিনিময় জোরদার করা এবারের সামরিক মহড়ার উদ্দেশ্য ।

**ভবিষ্যত ফোরাম মধ্যপ্রাচ্যের সংস্কার প্রক্রিয়া দ্রুত করার আহবান জানিয়েছে

ভবিষ্যত ফোরামের তৃতীয় অধিবেশন ১ ডিসেম্বর জর্দানের মৃত সাগরের উপকূলীয় শহর শুনেহে শেষ হয়েছে । অধিবেশনে মধ্যপ্রাচ্যের সংস্কারের প্রক্রিয়া দ্রুত করা , যথাশীঘ্র আরব-ইসরাইল সংঘর্ষের অবসান ঘটানো এবং চূড়ান্তভাবে এই অঞ্চলের সার্বিক ও ন্যায়সংগত শান্তি বাস্তবায়িত করার আহবান জানানো হয়েছে ।

আরব লীগের মহাসচিব আমর মুসা , আট রাষ্ট্র জোটের পররাষ্ট্র মন্ত্রী এবং ৩০টিরও বেশি দেশ ও ২০টিরও বেশি বেসরকারী সংস্থার প্রতিনিধিরা ভবিষ্যত ফোরামের এবারকার দিনব্যাপী অধিবেশনে অংশ নিয়েছেন । অধিবেশন শেষে প্রকাশিত একটি বিবৃতিতে মধ্যপ্রাচ্যের রাজনীতি , অর্থনীতি ও সমাজ সংস্কারের প্রতি সমর্থনের কথা ব্যক্ত করা হয়েছে এবং আরব-ইসরাইল সংঘর্ষ নিরসনে যাবতীয় সংস্কার চালানোর পাশাপাশি সংলাপ ও বৈঠকের মাধ্যমে সার্বিক ও ন্যায়সংগতভাবে আরব-ইসরাইল সংঘর্ষের অবসান ঘটানো হবে বলে জোরালোভাবে উল্লেখ করা হয়েছে ।

**ফিলিস্তিনের সরকারের প্রধানমন্ত্রী হানিয়া পদত্যাগের কথা প্রত্যাখ্যান করেছেন

পয়লা ডিসেম্বর ফাতাহের নির্বাহী কমিটি কর্তৃক ফিলিস্তিন সরকারের প্রধানমন্ত্রী ও হামাস নেতা ইসমাইল হানিয়ার পদত্যাগের দাবি জানানোর পর, ২ ডিসেম্বর তিনি এ দাবী প্রত্যাখ্যান করেছেন ।

২ ডিসেম্বর হামাসের নেতা খালিল গাজায় বলেছেন, ফাতাহের নির্বাহী কমিটি হামাসের নেতৃত্বাধীন সরকারকে ভেঙ্গে দিলে , ফিলিস্তিনের পরিস্থিতির আরো অবনতি ঘটবে । তিনি বলেছেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং তাঁর নেতৃত্বাধীন ফাতাহকে জাতীয় যৌথ সরকার প্রতিষ্ঠা সম্পর্কিত আলোচনার ব্যর্থতার সকল দায়িত্ব বহন করতে হবে ।

একইদিন গাজা সফররত ই.ইউ.'র কূটনীতি ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চপর্যায়ের প্রতিনিধি জ্যাভিয়ের সোলানা ম্যাডারিয়াগা জাতীয় যৌথ সরকার প্রতিষ্ঠার ভালো সুযোগ হারানোর জন্য হামাসের সমালোচনা করেছেন ।