চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কুও ৩ ডিসেম্বর হংকংয়ে বলেছেন , চীনের কেন্দ্রীয় সরকার হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে অবিচল থাকবে ।
বিশ্ব টেলি-যোগাযোগ২০০৬ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উ পাং কুও এ কথা বলেছেন । তিনি বলেছেন , গত ন' বছর ধরে মাতৃভূমিতে হংকংয়ের প্রত্যাবর্তনের বাস্তবতা থেকে বোঝা যায় , এক দেশ দুই সমাজ ব্যবস্থা কার্যকর এবং তার শক্তিশালী প্রাণ - শক্তি আছে । হংকংবাসীরা হংকংকে পরিচালনা করতে পুরোপুরি সক্ষম । তিনি পুনরায় ঘোষণা করেছেন যে , চীনের কেন্দ্রীয় সরকার অবিচলিতভাবে এক দেশ দুই সমাজ ব্যবস্থা , হংকংবাসীদের মাধ্যমে হংকং পরিচালনা করা আর হংকংয়ের ব্যাপক স্বায়ত্ত-শাসন বাস্তবায়নের মৌলিক নীতিতে অবিচল থাকবে , কড়াকড়িভাবে হংকংয়ের মৌলিক নীতি অনুসারে কাজকর্ম চালাবে এবং আর্থ-বাণিজ্য , বিজ্ঞান ও শিক্ষা , স্বাস্থ্য,সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে মূলভূভাগ ও হংকংয়ের মধ্যে বিনিময় ও সহযোগিতাকে ত্বরান্বিত করবে ।
|