v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-12-03 19:32:25    
সিআরআই এর ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনী অনুষ্ঠান(ছবি)

cri

 ৬৫ বছর আগের আজকের দিনটিতে উত্তর-পশ্চিমাঞ্চলের ছোট নগর--- ইয়েনআনের গুহা থেকে ইয়েনআন সিনহুয়া বেতারের মাধ্যমে জাপানী ভাষার অনুষ্ঠান প্রচারিত হয়। বতর্মান চীন আন্তর্জাতিক বেতারের পূর্ব নাম ছিল ইয়েনআন সিনহুয়া বেতার । ৬৫ বছর পার হয়ে গেছে। চীনা জনগণের বৈদেশিক প্রচার ক্ষেত্রের অবিরাম উন্নতি হয়েছে। এখন চীন আন্তর্জাতিক বেতার বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী আন্তর্জাতিক বেতারসমূহের অন্যতম। তরা ডিসেম্বর চীনা জনগণের বৈদেশিক প্রচার আর চীন আন্তর্জাতিক বেতারের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষীকি। এই উপলক্ষ্যে পেইচিংএ মহাসমারোহে একটি উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 দেশ-বিদেশের কয়েক শো লোক পেইচিংএ চীনা জনগণের বৈদেশিক প্রচার আর চীন আন্তর্জাতিক বেতারের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছেন। ৩রা ডিসেম্বর এক আনন্দময় পরিবেশে এই উদযাপনী সম্মেলন শুরু হয়।

 চীনের কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটির পুলিট ব্যুর্রোর স্ট্যানডিং কমিটির সদস্য লি ছাং ছুন  অভিনন্দন বাণী পাঠিয়েছেন। তিনি চীনের বৈদেশিক প্রচারের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা ও চীন আন্তর্জাতিক বেতারের সকল কর্মীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

 লিউ ইয়ুন শান

 চীনের কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটির প্রচার মন্ত্রী লিউ ইয়ুন শান গত ৬৫ বছরে চীন আন্তর্জাতিক বেতারের পালিত ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, "বৈদেশিক প্রচার সার্বিকভাবে আন্তর্জাতিক মঞ্চে চীনের সুষ্ঠু ভাবমূর্তিকে তুলে ধারছে । তা ছাড়া, বিশ্বের শান্তি রক্ষা করা এবং অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করার জন্যে বৈদেশিক প্রচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। "

 ফ্রান্সের প্রেসিডেন্ট শিরাক, ইইউর চেয়ারম্যান বারোসো, রোমানিয়ার প্রেসিডেন্ট বাসেসকু, মালডোভার প্রেসিডেন্ট ভোরোনিন, ইতালির প্রধান মন্ত্রী প্রোডি, আসিয়ানের পালাক্রমিক চেয়ারম্যান রাষ্ট্র ফিলিপাইনের প্রেসিডেন্ট আরোয়ো, ভিয়েতনামের প্রধান মন্ত্রী ইয়েন টান ডং, শ্রীলংকার প্রধান মন্ত্রী ভিকরামানায়াকা, লাওসের প্রেসিডেন্ট বোফাভানহ, কেনিয়ার প্রেসিডেন্ট কিবাকি, ট্যান্জানিয়ার প্রেসিডেন্ট কিকভেটে, গ্যাবনের প্রেসিডেন্ট বোনগে, লাইবেরিয়ার প্রেসিডেন্ট জনসন সিরলিফ, সীসেলিসের প্রেসিডেন্ট মিছেল, মরিশাসের প্রধান মন্ত্রী রামগোলাম, বোলিভিয়ার প্রেসিডেন্ট মোরালেস এবং কিউবার কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুর্রোর সদস্য, মন্ডলীয় সম্পাদক ও রাষ্ট্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান এসটেবান লাজো প্রমুখ নেতৃবৃন্দ অভিনন্দন বাণি বা অভিলেখন পাঠিয়ে চীন আন্তর্জাতিক বেতারকে অভিন্দন জানিয়েছেন।

 যুক্তরাষ্ট্র, ক্যানাডা, রাশিয়া, কেনিয়া, জার্মানী, ভারত ও আফগানিস্তান সহ ১৫টি দেশের শ্রোতা প্রতিনিধিরা বিশেষভাবে তাদের অভিনন্দন পেইচিংএ নিয়ে এসেছেন।

 যুক্তরাষ্ট্রের শ্রোতা বলেছেন, " চীন আন্তর্জাতিক বেতারের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ১৯৯৯ সাল থেকে আমি সি আর আইএর অনুষ্ঠান শুনতে শুরু করি। এতে আমি চীন সম্বন্ধে অনেক কিছু জেনেছি। আজকের উদযাপনী অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ পেয়ে আমি খুব খুশী হয়েছি । আমি আরেক বার চীন আন্তর্জাতিক বেতারের সকল কর্মীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।"

 ব্রাজিলের শ্রোতা বলেছেন, "চীন আন্তর্জাতিক বেতারের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। প্রতিষ্ঠার শুরুতেই চীন আন্তর্জাতিক বেতার চীন সম্পর্কিত অনুষ্ঠান প্রচার করে , এখনও এই প্রচারেরদায়িত্ব তাদেরই। তবে এখন যে প্রচারিত হচ্ছে তা হল আধুনিক চীন, প্রগতিশীল চীন। এখন চীন আন্তর্জাতিক বেতারের মাধ্যমে বিশ্বের জনগণের কাছে চীনের ধারাবাহিক পরিবর্তন ব্যাখ্যা করা হচ্ছে। এই বিশেষ মুহুর্তে আমি চীন আন্তর্জাতিক বেতারকে আমার আন্তরিক মোবারকবাদ জানাই। "

 ভারতের শ্রোতাবলেছেন, "এই উদযাপনী অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ পেয়ে আমি খুব খুশী হয়েছি। সি আর আইএর বৈচিত্রময় অনুষ্ঠান শোনার ফলে আমার জ্ঞান সমৃদ্ধ হয়েছে। সি আর আইএর অনুষ্ঠান হচ্ছে মৈত্রী স্থাপনের মূল সেতু । আমার আন্তরিক কামনা হল, সি আর আইএর অনুষ্ঠান আরও উন্নত হবে , বিশ্বের জনগণের মৈত্রী ও সমঝোতা জোরদার করার ব্যাপারে সি আর আই আরও বড় ভূমিকা পালন করতে পারবে। আমি আরেক বার সি আর আইকে অভিনন্দন জানাছি।"

  ওয়াং থাই হুয়া

    চীন আন্তর্জাতিক বেতার এখন ৩৮টি বিদেশী ভাষা, চীনের ম্যাডারিন ভাষা আর চারটি আঞ্চলিক ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে। রোজ প্রচারিত অনুষ্ঠানের পরিমাণ ১১০০ ঘন্টারও বেশি । সারা বিশ্বে সিআরআই এর অসংখ্য নিষ্ঠাবান শ্রোতা রয়েছে। এ সম্পর্কে চীনের জাতীয় বেতার , চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী ওয়াং থাই হুয়া বলেছেন, "বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়ানো শ্রোতা সংঘ ও কোটি কোটি দেশি-বিদেশী শ্রোতারা চীন ও চীনের সংস্কৃতির প্রতি গভীর আগ্রহ ও আবেগ নিয়ে মনোযোগ সহকারে আমাদের অনুষ্ঠান শোনেন। তাঁরা হচ্ছেন চীনের বৈদেশিক বেতার উন্নয়নের প্রধান চালিকাশক্তি।"

 ২০০৫ সালে চীন আন্তর্জাতিক বেতার বিশ্বের ১৬০টি দেশ ও অঞ্চলের শ্রোতাদের পাঠানো ২১ লাখ ৭০ হাজার চিঠি পেয়েছে। পৃথিবীতে সিআরআই এর শ্রোতা সংঘের সংখ্যা ৩৬০০'র বেশি। চীন আন্তর্জাতিক বেতার এখন বিশ্বের বিভিন্ন দেশের জনগণের চীনকে জানার একটি খোলা জানালায় পরিণত হয়েছে।

 ৬৫ বছর আগে যুদ্ধের সময় সিআরআই এর জন্ম। ১৯৪০ সালে জাপানী সমরবাদীদের চীনে আগ্রাসন প্রতিরোধের জন্য ইয়ান আন সিনহুয়া বেতার উত্তর-পশ্চিম চীনের ইয়ান আনে প্রতিষ্ঠিত হয়। ১৯৪১ সালের ৩ ডিসেম্বর ইয়ান আন সিনহুয়া বেতার প্রথমবারের মত জাপানী ভাষার অনুষ্ঠান প্রচার করে। এই দিন হচ্ছে চীন আন্তর্জাতিক বেতারের জন্মদিন।

 ৬৫ বছরের উন্নয়নের পর চীন আন্তর্জাতিক বেতার বেতার, টেলিভিশন, ওয়েবসাইট, সংবাদ পত্র ও পত্রিকাসহ একটি আধুনিক সার্বিক তথ্য মাধ্যমে পরিণত হয়েছে এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী আন্তর্জাতিক বেতারের অন্যতম হয়েছে। ২০০৬ সালের ২৮ জানুয়ারী কেনিয়ার রাজধানী নাইরোবিতে সিআরআই এর প্রথম বিদেশী এফ এম বেতার স্থাপিত হয়। ১৯ নভেম্বর লাওসের রাজধানী পিয়াটিয়ানে সিআরআই এর দ্বিতীয় বিদেশী এফ এম বেতার খোলা হয়।

 পরবর্তী পাঁচ বছরে চীন আন্তর্জাতিক বেতার বিদেশে ১০০টি এফ এম বেতার ও মিডিয়াম ওয়েভ বেতার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে। আমরা বেতার তরঙ্গের মাধ্যমে আকাশে মৈত্রীর সেতু বন্ধন করবো, কণ্ঠ দিয়ে চীনা জনগণের গভীর মৈত্রী সম্প্রসারণ করবো, আন্তরিকতার সঙ্গে শ্রোতাদের মনকে জয় করবো, বিশ্বের জনগণকে আরো ভালোভাবে, আরো সার্বিক ও বাস্তবভাবে চীনকে জানার প্রচেষ্টা চালাবো।

 কিন্তু বিশ্বের শিল্পোন্নত দেশের আন্তর্জাতিক বেতারের তুলনায় সিআরআই এর সার্বিক শক্তি ও আন্তর্জাতিক জনমতের আগ্রহের ক্ষেত্রে এখনো অনেক ব্যবধান রয়েছে। তবে চীনের সার্বিক রাষ্ট্রীয় শক্তি ও আন্তর্জাতিক মর্যাদা দিনে দিনে বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের জনগণের চীনকে জানার আশা আরো তীব্র হয়েছে এবং আন্তর্জাতিক জনমত চীনের প্রতি আরো বেশি মনোযোগ দিচ্ছে। এটা হচ্ছে চীন আন্তর্জাতিক বেতারের জন্য নতুন চ্যালেঞ্জ ও দুলর্ভ উন্নয়নের সুযোগ।

 

    ২০০৪ সালের প্রথম দিকে সিআরআই আধুনিক আন্তর্জাতিক বেতার ব্যবস্থা প্রতিষ্ঠার কৌশলগত লক্ষ্য নির্ধারণ করে। চীনের কেন্দ্রীয় প্রচার মন্ত্রী লিউ ইয়ুন শান বলেছেন, চীন আন্তর্জাতিক বেতার হচ্ছে বিশ্বের চীনকে জানার গুরুত্বপূর্ণ জানালা। ভবিষ্যতের অনুষ্ঠানগুলো চীনের বিকাশের বাস্তবতা , বিদেশী শ্রোতাদের চীনের তথ্য জানার চাহিদা ও বিদেশী শ্রোতাদের চিন্তাভাবনার অভ্যাসের সঙ্গে মিলতে হয়, নিরন্তরভাবে অনুষ্ঠানের আকষর্ণ-শক্তি বাড়াবে। তিনি বলেছেন, "চীন আন্তর্জাতিক বেতারের উচিত ধাপে ধাপে ঐতিহ্যিক তথ্য মাধ্যম থেকে আধুনিক তথ্য মাধ্যমে রূপান্তর করা, একক তথ্য মাধ্যম থেকে সার্বিক তথ্য মাধ্যমে রূপান্তর করা, বৈদেশিক বেতার থেকে আন্তর্জাতিক সম্প্রচার সংস্থায় রূপান্তর করা এবং বেতর, ওয়েবসাইট ও মাল্টিমেডিয়াসহ একটি সার্বিক আধুনিক তথ্য মাধ্যমে পরিণত হওয়া । যাতে আন্তর্জাতিক প্রতিন্দ্বন্দিতার ক্ষেত্রে শক্তি ও প্রভাবের মাত্রা উভয় ব্যাপারেই উন্নতি করা যায়।"

 সিআরআই এর মহাপরিচালক ওয়াং গেন নিয়েন আধুনিক আন্তর্জাতিক বেতার ব্যবস্থা সম্পর্কে ব্যাখ্যা করেছেন, "আধুনিক আন্তর্জাতিক বেতার ব্যবস্থা হচ্ছে সম্প্রচারের তত্ত্ব, বিষয়বস্তু আর উপায় সবই আধুনিক, অপেক্ষাকৃত আন্তর্জাতিক প্রভাবাধীন শক্তি থাকা এবং আন্তর্জাতিক জনমত প্রতিন্দ্বন্দিতায় নিজের স্থানকে নিশ্চিত করা উচিত। অর্থাত্ বেতার, ওয়েবসাইট ও মাল্টিমিডিয়াসহ একটি সার্বিক আধুনিক তথ্য মাধ্যম। "