চীন সরকার ৩ ডিসেম্বর পরবর্তী পাঁচ বছরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত কার্যক্রম প্রকাশ করেছে । কার্যক্রমে উন্মুক্ততা আরো বাড়ানো এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতার পর্যায় ও মান সার্বিকভাবে উন্নত করার লক্ষ্যমাত্রা উপস্থাপন করা হয়েছে ।
এই কার্যক্রমে বলা হয়েছে , চীন পশ্চিম ইউরোপীয় দেশ , যুক্তরাষ্ট্র , জাপান , দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করবে , বুনিয়াদি গবেষণার কাজ ও হাইটেক প্রযুক্তির ক্ষেত্রে ব্যাপক সুফল লাভের প্রচেষ্টা চালাবে; রাশিয়া, পূর্ব ইউরোপ ও স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েল্থের প্রজাতন্ত্রগুলোর সঙ্গে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত করবে , পরস্পরের প্রাধান্য পরিপূরণ করবে ও যৌথভাবে উন্নয়ন করবে ; উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তিগত সাহায্য বাড়াবে আর প্রযুক্তিগত পরিসেবা ও প্রশিক্ষণ চালাবে এবং এর পাশাপাশি ই ইউ , আসিয়ান , আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাসহ আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা ও আদান প্রদান জোরদার করবে ।
|