চীনের কেন্দ্রীয় আবহাওয়ার বেতার বিভাগের ৩ ডিসেম্বর প্রকাশিত সামুদ্রিক জরুরী পূর্বাভাষ সূত্রে জানা গেছে, ৩রা ডিসেম্বর দুপুর থেকে ৪ঠা ডিসেম্বরের দুপুরের মধ্যে টাইফুন " ডুরিয়ানের" আঘাত হানতে পারে বলে চীনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের সামুদ্রিক এলাকায় অব্যাহতভাবে ছ'য় নং বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
জানা গেছে, ৩ ডিসেম্বর সকাল আটটায় টাইফুন " ডুরিয়ান " উত্তর অক্ষাংশ ১৩.৮ ডিগ্রি, পূর্ব দ্রাঘিমা ১১৪.০ ডিগ্রিতে অবস্থান করছিল । কেন্দ্রে সর্বোচ্চ বাতাসের সতি থাকায় প্রায় ১৩ নং বিপদ সংকেত দেখা বলা হয়েছে । অনুমান করা হচ্ছে যে, টাইফুনটি পশ্চিম দিকে ধারিত হবে।
টাইফুন " ডুরিয়ান" ৩০ নভেম্বর ফিলিপাইনের পূর্বাঞ্চলে আঘাত হেনেছে । স্থানীয় অধিবাসীদের মধ্যে এ পর্যন্ত কমপক্ষ ৪০৬ জন নিহত এবং ৩৯৮ জন নিখোঁজ হয়েছে। নিহতদের সংখ্যা বাড়তে পারে।
|