২ ডিসেম্বর জেনেভায় দু'দিনব্যাপী বিশ্ব বাণিজ্য সংসদ সম্মেলনের বার্ষিক অধিবেশন শেষে একটি দলিল প্রকাশ করেছে দলিলে আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের মতভেদ সমাধানের কথা বলা হয়েছে ।
৭১টি দেশের ৪০০জনেরও বেশি প্রতিনিধি এবারের এই সম্মেলনে অংশ নিয়েছেন । চীনের জাতীয় গণ কংগ্রেসের বৈদেশিক বিষয়ক কমিটির উপ-পরিচালক ল্যু ছোংমিনের নেতৃত্বে চীনের একটি প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিয়েছে ।
অংশগ্রহণকারীরা বাণিজ্যিক নীতিতে বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় সম্পর্কিত সমস্যা সমাধানের বিষয় নিয়ে আলোচনা করেছেন । বিশ্ব বাণিজ্য সংসদ সম্মেলন মনে করে, যুক্তরাষ্ট্র এবং ই.ইউ.সহ দোহা আলোচনার প্রধান সদস্যদের উচিত স্পষ্টভাবে রাজনৈতিক মতামত প্রকাশ করা এবং বাস্তব ছাড় দেয়া ,যাতে দোহা আলোচনার আবার শুরুর মাধ্যমে সাফল্য অর্জন করা যায় ।
|