২ ডিসেম্বর জাতিসংঘের সাবেক মহাসচিব , মিশরের জাতীয় মানবিক কমিটির চেয়ারম্যান বুট্রোস-ঘালি কায়রোতে বলেছেন, গণতন্ত্র এবং উন্নয়নের বিষয় উভয়ই গুরুত্বপূর্ণ, শুধু গণতন্ত্রের ওপর গুরুত্ব দেয়া উচিত নয় ।
একইদিন জাতিসংঘের "অধিকার উন্নত করার ঘোষণা" গ্রহণের ২০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন,বর্তমানে দক্ষিণ ও উত্তর উন্নয়নের অধিকার বিষয়ে পার্থক্য রয়েছে, রাজনৈতিক কারণে এ পার্থক্য সৃষ্টি হয়েছে । তিনি বলেছেন, গণতন্ত্র ও উন্নয়নের প্রশ্নে, গণতন্ত্র ও উন্নয়নের ওপর গুরুত্ব দেয়া উচিত ,শুধু গণতন্ত্রের ওপর গুরুত্ব দেয়া উচিত নয় । আন্তর্জাতিক আইন সম্মান করা এবং জাতিসংঘের সনদ অনুযায়ী বিভিন্ন দেশগুলোর সহযোগিতাকে জোরদার করার ভিত্তিতে উন্নয়নের অধিকারকে পালন করা উচিত ।
|